তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি (টিজিটিডিপিএলসি)-এ চুক্তিভিত্তিক মেডিক্যাল রিটেইনার (খন্ডকালীন) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষা নির্ধারিত সময়সূচী অনুযায়ী কোম্পানির প্রধান কার্যালয়স্থ ৩য় তলা, বোর্ড রুমে (তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি, ১০৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৫) অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে সকল মূল কাগজপত্র প্রদর্শন এবং সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত একসেট ফটোকপি জমা প্রদান করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে: প্রবেশপত্র, SSC ও HSC সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, বিএমডিসি কর্তৃক ২০২৫ সাল পর্যন্ত নবায়নকৃত রেজিস্ট্রেশন, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, কোটাধারীদের প্রমাণক, সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত হলে অনাপত্তি পত্র, এবং ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি (সত্যায়িত)।
উপরে উল্লিখিত কাগজপত্রসমূহ ক্রমানুসারে সাজিয়ে মৌখিক পরীক্ষা আরম্ভের ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে মহাব্যবস্থাপক (5) ৩য় তলা, তিতাস গ্যাস ভবন, ১০৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১৫ বরাবর আবেদনপত্রের (কোম্পানি কর্তৃক সরবরাহকৃত) মাধ্যমে জমা প্রদান করতে হবে। মূলকপি ও আবেদনপত্রসহ সত্যায়িত ফটোকপি ব্যতীত কোনো অবস্থাতেই মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ