সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

সরকারি যানবাহন অধিদপ্তর

"গাড়িচালক" পদের লিখিত পরীক্ষা-২০২৩

সময়: ৬০ মিনিট
পূর্ণমান: ৪০

বিঃদ্রঃ পরীক্ষা শেষ হলেই, শুধু প্রশ্নের সমাধান দেওয়া হয়। এখানে কোন প্রকার বেআইনি কোন কাজ করা হয় না। দয়া করে অসৎ উদ্দেশ্যে কেউ আমাদের ফোন দিবেন না। 

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ

ইমেইল করুনঃ job.aid@yahoo.com 
whatsapp-01710286369

এখানে কোন তথ্য ভুল থাকলে, ভুল সংশোধন করা হবে নামাজ পরে।  

বাংলা

১। সড়ক দুর্ঘটনার ৫টি কারণ উল্লেখ করুন।
উত্তর: সড়ক দুর্ঘটনার ৫টি প্রধান কারণ হলো:
i. অতিরিক্ত গতিতে গাড়ি চালানো।
ii. ট্রাফিক আইন অমান্য করা।
iii. বেপরোয়াভাবে গাড়ি চালানো ও ওভারটেকিং করা।
iv. চালকের অমনোযোগিতা/অসাবধানতা, যেমন- মোবাইল ফোনে কথা বলা।
v. ত্রুটিপূর্ণ যানবাহন চালানো এবং রাস্তার বেহাল দশা।

২। বিপরীত শব্দ লিখুন:
(ক) গ্রহণ - বর্জন
(খ) কৃত্রিম - প্রাকৃতিক/বাস্তব
(গ) ঋজু - বক্র/কুটিল

৩। শুদ্ধ বানানটি লিখুন:
(ক)  ইতিমধ্যো - ইতিমধ্যে
(খ) পিপীলীকা - পিপীলিকা

English

৪। Write a paragraph on 'Computer'.
Answer: A computer is an essential electronic device that has revolutionized the modern world. It processes data and performs a vast range of tasks based on instructions given to it. A computer system consists of two main parts: hardware, like the CPU, monitor, and keyboard, and software, which are the programs that tell the hardware what to do. Computers are used in almost every field, including education, business, healthcare, and entertainment. They help us to communicate, learn, work more efficiently, and access information from anywhere in the world. In short, the computer is an indispensable tool in our daily lives.

৫। Use article in the following gaps:
a) He is a one eyed man.
b) Honesty is a great virtue.
c) I am an MBBS.

৬। Translate into English:
(ক) বাংলাদেশ ছয় ঋতুর দেশ - Bangladesh is a country of six seasons.
(খ) আমরা স্বাধীন দেশের নাগরিক - We are the citizens of an independent country.
(গ) পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে - The Earth revolves around the Sun.

গণিত

৭। ৪ টাকায় ৫টি কিনে ৫ টাকায় ৪টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তর:
৫টি লেবুর ক্রয়মূল্য = ৪ টাকা
∴ ১টি লেবুর ক্রয়মূল্য = ৪/৫ টাকা

আবার, ৪টি লেবুর বিক্রয়মূল্য = ৫ টাকা
∴ ১টি লেবুর বিক্রয়মূল্য = ৫/৪ টাকা

লাভ = (৫/৪ - ৪/৫) টাকা = (২৫-১৬)/২০ টাকা = ৯/২০ টাকা
শতকরা লাভ = (লাভ / ক্রয়মূল্য) × ১০০
= ( (৯/২০) / (৪/৫) ) × ১০০
= (৯/২০ × ৫/৪) × ১০০
= (৪৫/৮০) × ১০০
= (৯/১৬) × ১০০ = ৫৬.২৫%
লাভের হার ৫৬.২৫%।

৮। ২০ এর ২০% সমান কত?
উত্তর: ২০ × (২০/১০০) = ৪।

৯। ০.১x০.১x০.১= কত?
উত্তর: (গ) ০.০০১

১০। -১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শুন্য হবে?
উত্তর: (খ) -১
ব্যাখ্যা: -১ - (-১) = -১ + ১ = ০।

১১। ১ মিটার সমান কত ইঞ্চি?
উত্তর: সঠিক উত্তর হলো ৩৯.৩৭ ইঞ্চি। প্রদত্ত বিকল্পগুলোর কোনোটিই সঠিক নয়।

১২। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
উত্তর: (খ) দুই সমকোণ (১৮০ ডিগ্রী)।

১৩। কোনটি মৌলিক সংখ্যা?
উত্তর: (গ) ৫৯

টেকনিক্যাল/ সাধারণ জ্ঞান

১৪। গাড়ি চালনা শুরুর পূর্বে একজন গাড়িচালকের করণীয় কি কি?
উত্তর: গাড়ি চালনা শুরুর পূর্বে করণীয়:
i. গাড়ির জ্বালানি, ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল এবং রেডিয়েটরের পানি পরীক্ষা করা।
ii. টায়ারের হাওয়া ও অবস্থা পরীক্ষা করা।
iii. গাড়ির কাগজপত্র (লাইসেন্স, রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট) সাথে রাখা।
iv. লুকিং গ্লাস/আয়না ঠিকমতো সমন্বয় করা এবং সিটবেল্ট বাঁধা।

১৫। গাড়ি কোন কোন স্থানে ওভারটেক করা যাবে না?
উত্তর: সাধারণত রাস্তার মোড়, সরু ব্রিজ বা কালভার্ট, হাসপাতালের সামনে এবং যেখানে ওভারটেকিং নিষেধ চিহ্ন দেওয়া থাকে, সেখানে ওভারটেক করা যাবে না।

১৬। মোটরযান অধ্যাদেশ কবে প্রবর্তিত হয়?
উত্তর: মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ (Motor Vehicles Ordinance, 1983) সালে প্রবর্তিত হয়। তবে বর্তমানে এটি সড়ক পরিবহন আইন, ২০১৮ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

১৭। মোটরযান অধ্যাদেশ মোতাবেক লাইসেন্স ব্যতীত গাড়ি চালনোর শাস্তি কি?
উত্তর: সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী, লাইসেন্স ব্যতীত গাড়ি চালালে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

১৮। ইঞ্জিন কুলিং সিস্টেমের কাজ কি?
উত্তর: ইঞ্জিন কুলিং সিস্টেমের প্রধান কাজ হলো ইঞ্জিন চলার সময় উৎপন্ন অতিরিক্ত তাপ শোষণ করে ইঞ্জিনকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করা এবং একটি কার্যকরী তাপমাত্রায় স্থির রাখা।

১৯। ভারী মোটর লাইসেন্স পেতে হলে কমপক্ষে কত বছরের মাঝারী মোটরযান চালানোর লাইসেন্স থাকতে হয়?
উত্তর: কমপক্ষে ৩ বছরের মাঝারী মোটরযান চালানোর লাইসেন্স থাকতে হয়।

২০। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত?
উত্তর: ১০:৬ (অথবা সরল করে ৫:৩)।