বন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ইঞ্জিন ড্রাইভার/ইঞ্জিনম্যান এবং স্পিড বোট ড্রাইভার পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। একইসাথে, ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পদের নাম ও উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা:
মৌখিক পরীক্ষার বিস্তারিত:
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ ও সময় সম্পর্কে জানানো হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদেরকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত সকল মূল/সাময়িক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, প্রযোজ্য ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ/স্পিড বোট অপারেটরের সনদের কপি, নাগরিকত্ব সনদপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় সকল কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১ (এক) টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ