বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক সহকারী পরিচালক (৯ম গ্রেড) পদের বাছাই পরীক্ষার কেন্দ্র, সময়সূচি এবং নির্দেশাবলি প্রকাশ করা হয়েছে।
পরীক্ষাটি ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার তারিখে বিকাল ৩:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রসমূহের বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার্থীদের কর্ম কমিশনের ওয়েবসাইট (bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিঃ এর ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে। প্রিন্টকৃত প্রবেশপত্রের উপরে ডান কোনায় রেফারেন্স নম্বর ৮৫-৯৫/২০২৫ লেখা থাকবে।
পরীক্ষার দিন বেলা ২:০০ টা থেকে ৩:০০ টার মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। ৩:০০ মিনিটে পরীক্ষা হলের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে এবং এরপর কোনো পরীক্ষার্থী প্রবেশ করতে পারবেন না।
পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস এবং যেকোনো প্রকার যোগাযোগ যন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষায় মোট ১০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য ১০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ