বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদের বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
গত ২৫.০৮.২০২৫ তারিখে অনুষ্ঠিত এই বাছাই পরীক্ষায় মোট ১৬২২ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।
লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের হবে। এর মধ্যে বাংলা-৮০, ইংরেজি-৪০, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)-৪০ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল (সিভিল ইঞ্জিনিয়ারিং)-৮০ নম্বর থাকবে।
লিখিত পরীক্ষার স্থান, তারিখ, সময়সূচি ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি পরবর্তীতে জাতীয় দৈনিক পত্রিকা এবং বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ