বাংলাদেশ রেলওয়ের “সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২” পদে নিয়োগের জন্য অপেক্ষমাণ তালিকা (১ম ধাপ) হতে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
এই ফলাফল বাংলাদেশ রেলওয়ে কর্তৃক ২৮/০৬/২০২৪ তারিখে গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে তৈরি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সাময়িকভাবে যোগ্য কোনো প্রার্থীর নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে, প্রয়োজনীয় ডকুমেন্টস/সনদ/প্রত্যয়ন উপস্থাপন না করলে, ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে অথবা কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে। এমনকি, প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিয়োগের পর এসব তথ্য প্রমাণিত হলে তাকে চাকরি হতে বরখাস্ত করা হতে পারে।
ফলাফল বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশিত হবে। নির্বাচিত প্রার্থীদের মোবাইলে মেসেজের মাধ্যমেও জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ