কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) কর্তৃক সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে নিয়োগ কমিটির সুপারিশ অনুযায়ী যোগ্য প্রার্থীদের এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এই নিয়োগ ০১ (এক) বছর শিক্ষানবিশকালসহ মোট ০৩ (তিন) বছর চুক্তির মেয়াদে বলবৎ থাকবে।
নিয়োগের শর্তাবলির মধ্যে রয়েছে সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন এবং নির্দিষ্ট স্বাস্থ্যগত সনদপত্র জমা দেওয়া।
সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) পদের জন্য মাসিক মূল বেতন ৫২,০০০/- (বায়ান্ন হাজার) টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, কোম্পানির চাকুরি বিধিমালা ও বেতন কাঠামো অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রযোজ্য হবে।
নির্বাচিত প্রার্থীদের আগামী ১৭/০৯/২০২৫ তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
যোগদানপত্রের সাথে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি, ডোপ টেস্ট রিপোর্ট, শারীরিক সুস্থতা/স্বাস্থ্যগত সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ