সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

চাকরির পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ এবং পরীক্ষা চলাকালীন সময়ে পালনীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

  • পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাতঘড়ি, পার্স, মানিব্যাগ, যেকোনো ব্যাংক কার্ড বা ইলেক্ট্রনিক চিপযুক্ত লাইসেন্স, ব্যাগ, বই-পুস্তক ইত্যাদি আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব পাওয়া গেলে প্রার্থীতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
  • বোরখা/হিজাব/মাস্ক/মাথার ক্যাপ পরিহিত প্রার্থীদের পরীক্ষা চলাকালীন মুখমন্ডল ও কান দৃশ্যমান রাখতে হবে
  • অসদুপায় অবলম্বন, অসদাচরণ, বা প্রবেশপত্রের সাথে চেহারার অমিল পাওয়া গেলে প্রার্থীতা বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • প্রবেশপত্রে উল্লিখিত রোল নম্বর অনুযায়ী নির্ধারিত আসনে বসতে হবে। অন্য কোনো আসনে বসলে বহিষ্কার করা হবে।
  • পরীক্ষা শেষে পরীক্ষার্থীগণকে উত্তরপত্রের সাথে প্রশ্নপত্রও সংশ্লিষ্ট কক্ষ পরিদর্শকের নিকট জমা দিতে হবে। প্রশ্নপত্র নিয়ে চলে গেলে খাতা বাতিল বলে গণ্য হবে।
  • লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো পরীক্ষার্থীকে কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ