বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর দুরালাপনী কর্মচারী (টেলিফোন অপারেটর) পদে কিছু সংখ্যক প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকা বরাবর যোগদান করতে হবে।
সকল নিয়োগপ্রাপ্ত প্রার্থীর স্থায়ী ঠিকানায় ডাকযোগে ইতোমধ্যে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে। আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে যদি কোনো প্রার্থী নিয়োগপত্র না পান, তাহলে আগামী ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ২(দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ পরিচালক, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, বিআইডব্লিউটিএ, ঢাকা বরাবর লিখিত আবেদন পূর্বক নিয়োগপত্রের কপি সংগ্রহ করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ