নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ে ১৩তম গ্রেড হতে ২০তম গ্রেডের শূন্য পদে (৩য় ও ৪র্থ শ্রেণি) নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
লিখিত পরীক্ষা ০৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীরা একটি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং রঙিন প্রিন্ট করে নিতে হবে। লিখিত পরীক্ষার দিন এবং পরবর্তীতে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী প্রবেশপত্রে উল্লেখ থাকবে। পরীক্ষা কেন্দ্রের তালিকা, পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য এবং ফলাফল নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ