বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক আয়োজিত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে নিম্নোক্ত পদসমূহের ফলাফল প্রকাশিত হয়েছে। এই ফলাফলে সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে:

  • প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো'র অধীন আইএমটি এর:
    • ইন্সট্রাক্টর (রসায়ন) আইএমটি (৯ম গ্রেড): ০১ জন
    • ইন্সট্রাক্টর (পদার্থ) আইএমটি (৯ম গ্রেড): ০১ জন
  • মন্ত্রিপরিষদ বিভাগের আওতাধীন তোশাখানা ইউনিট, তোশাখানা জাদুঘরের:
    • প্রশাসনিক কর্মকর্তা (১১তম গ্রেড): ০১ জন

কর্ম কমিশন প্রার্থীদের আবেদনপত্রের সাথে প্রদত্ত সকল তথ্য, ডকুমেন্টস এবং সনদের সত্যতা যাচাই সাপেক্ষে এই সাময়িক মনোনয়ন প্রদান করেছে। নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।

প্রার্থীর কোনো যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে এবং ক্ষেত্রবিশেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ