ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৮টি ব্যাংক ও ০১টি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সাল ভিত্তিক “সিনিয়র অফিসার (সাধারণ)” (৯ম গ্রেড) এর ৯৭৪টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩,২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষার তারিখ: আগামী ২৪/০৮/২০২৫ তারিখ থেকে শুরু হয়ে ৩০/০৯/২০২৫ তারিখে শেষ হবে।
মৌখিক পরীক্ষার সময়: সাধারণত সকাল ০৮:০০ ঘটিকা এবং বিকাল ০৩:০০ ঘটিকা। তবে কিছু দিনের জন্য সকাল ১০:০০ ঘটিকা এবং দুপুর ০১:৩০ ঘটিকার স্লটও রয়েছে। প্রার্থীদের তাদের নির্দিষ্ট তারিখ ও সময়ে উপস্থিত থাকতে হবে।
মৌখিক পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র (মৌখিক পরীক্ষার সময় মূল কপি প্রদর্শন ও এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে):
বিশেষ নির্দেশনা: চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে তাদের স্ব-স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) প্রদর্শন করতে হবে। মৌখিক পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন বন্ধ রাখতে হবে এবং নির্ধারিত সময়ে অবশ্যই রিপোর্ট করতে হবে। মূল কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং প্রার্থীতা বাতিল করা হতে পারে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ