[বি: দ্রঃ] প্রথামিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষা নিয়ে এতো পরিমাণে খেলা করছে , যা বলে শেষ করা যাবে না। এই পোস্ট টাও আমাদের দেওয়ার ইচ্ছে ছিলনা কিন্তু এতো পরিমানে ফোন করছেন তাই পোস্ট করতে হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এডমিট কার্ড প্রকাশ হচ্ছে না, আমরা আর কোন পোস্ট করবো না এই পরীক্ষা বিষয়ে ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ১৭ মে থেকে শুরু হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন।
আজ সোমবার তিনি বলেন, আমরা এর আগে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী ১০ মে থেকে এই পরীক্ষা শুরু করার। কিন্তু ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) শিট নির্ভুলভাবে তৈরি করতে আরো কয়েকদিন সময় প্রয়োজন। এজন্য এই পরীক্ষা ১৭ মে থেকে শুরু হবে।
সচিব আরো বলেন, দেশের সবগুলো জেলাকে চারটি ভাগে ভাগ করে চার ধাপে এই পরীক্ষা সম্পন্ন করা হবে। দ্রুতই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
জানা যায়, গত বছরের ১ আগষ্ট থেকে ৩০ আগষ্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখ প্রার্থী এই সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করেন।
সূত্রঃ কালের কণ্ঠ