বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে “সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী” পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করেছে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী - ১ জন
বেতনক্রম: জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী ২২,০০০-৫৩,০৬০/- টাকা (৯ম গ্রেড)
নিয়োগের শর্তাবলী: নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এই শিক্ষানবিশ মেয়াদকাল সন্তোষজনকভাবে উত্তীর্ণ হলে তাকে চাকরিতে স্থায়ী করা হবে।
যোগদানের শেষ তারিখ: নির্বাচিত প্রার্থীকে আগামী ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর প্রয়োজনীয় কাগজপত্র এবং শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রসহ যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে তার নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ