জেলাপ্রশাসকের কার্যালয়, কুমিল্লা এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউস, কুমিল্লা এর অধীনে বিভিন্ন শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচি প্রকাশিত হয়েছে।

অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, বেয়ারার (সার্কিট হাউজ), নিরাপত্তা প্রহরী (সার্কিট হাউজ), বাবুর্টি (সার্কিট হাউজ), সহকারী বাবুর্চি, এবং পরিচ্ছন্নতাকর্মী (সার্কিট হাউজ) পদে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষা ১৫ আগস্ট ২০২৫ তারিখে সকাল ১০.০০টা থেকে ১১.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় সর্বমোট ৪১৭৯ জন প্রার্থী অংশগ্রহণ করবেন।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো: কুমিল্লা সরকারি কলেজ, খল উচ্চ বিদ্যালয়, ফয়জুনেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হালকা ডট বি যু, এবং কুমিল্লা মডার্ণ হাই স্কুল সহ কুমিল্লার বিভিন্ন কেন্দ্র

লিখিত পরীক্ষার ফলাফল বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এবং জেলাপ্রশাসকের কার্যালয়, কুমিল্লার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা দ্রুততম সময়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম-এ অনুষ্ঠিত হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ