বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক আয়োজিত স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী (৯ম গ্রেড) পদের বাছাই (MCQ) পরীক্ষার কেন্দ্র, সময় ও আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার তারিখ: ২৫ আগস্ট ২০২৫, সোমবার
পরীক্ষার সময়: বিকাল ৩:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত (মোট ১ ঘণ্টা)
গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:
- পরীক্ষা ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
- পরীক্ষার্থীরা দুপুর ২:০০ মিনিটের মধ্যে নির্ধারিত পরীক্ষার হলে প্রবেশ করে আসন গ্রহণ করবেন। দুপুর ৩:০০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
- কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে পুনরায় ডাউনলোড করা যাবে।
- প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখকের প্রয়োজন হলে ১৪ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে (অফিস চলাকালীন) ২ কপি রঙিন ছবিসহ কমিশনের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের পরিচালক, ইউনিট-১ বরাবর আবেদন করতে হবে।
- পরীক্ষা চলাকালীন সময়ে ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস, গহনা, অলংকার বা ক্রেডিট কার্ডসদৃশ কোনো কিছু বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- পরীক্ষার্থীরা প্রশ্নপত্র নিয়ে যেতে পারবেন।
পরীক্ষা কেন্দ্রসমূহ:
- শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
- শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭
- মোহাম্মদপুর সরকারি কলেজ, সাতমসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা
- ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুল, সোবাহানবাগ, মিরপুর রোড, ঢাকা
- মাল্টিপারপাস হল, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, আগারগাঁও, ঢাকা
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ