বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের ১৩তম হতে ১৬তম গ্রেডভুক্ত বিভিন্ন পদের নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ০৮ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নোক্ত পদসমূহের জন্য প্রার্থীগণ লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হয়েছেন:

  • কম্পিউটার অপারেটর: ২1 জন
  • সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১০৭ জন
  • সীট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২১ জন
  • ফিজিক্যাল ইন্সট্রাক্টর (পুরুষ ও মহিলা): ২০ জন
  • উচ্চমান সহকারী: ৩৮৪ জন
  • স্টোর কিপার: ৩৩৮ জন
  • হিসাব সহকারী: ২৫১ জন
  • চিকিৎসা সহকারী: ২৭ জন
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩১৭৬ জন

লিখিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) এবং আবেদনকারীদের মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ