কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পূর্বের নিয়োগকৃত জনবলের মধ্যে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে ০২ জন কর্মচারী (কেয়ারটেকার ও সহকারী বাবুচি) পারিবারিক কারণে চাকরি থেকে অব্যাহতি নেওয়ায়, শূন্য পদে ০২ (দুই) জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হয়েছে।

এই নিয়োগ 'আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫' অনুযায়ী সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত প্রার্থীদের ধলেশ্বরী সিকিউরিটি অ্যান্ড ক্লিনিং সার্ভিস (প্রাঃ) লিমিটেড কর্তৃক প্রস্তাব করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ০১ আগস্ট ২০২৫ তারিখ তারিখে নির্ধারিত প্রতিষ্ঠান/দপ্তরে যোগদান করতে হবে। যোগদানকালে তাঁদের ছবিসহ জীবনবৃত্তান্ত, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদসমূহের সত্যায়িত ফটোকপি সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ