বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) তাদের রাজস্ব খাতের ১১তম গ্রেডের রিসার্চ কেমিস্ট (কেমিস্ট্রি), রিসার্চ ফিজিসিস্ট (ফিজিক্স), রিসার্চ ফার্মাকোলজিস্ট (ফার্মাসি) ও রিসার্চ বোটানিস্ট (বোটানি) পদে জনবল নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এই অফিস আদেশটি ০৩.০৮.২০২৫ তারিখে অনুষ্ঠিত বাছাই কমিটি-২ এর সুপারিশ এবং ০৪.০৮.২০২৫ তারিখে অনুষ্ঠিত ৩৬২-তম বোর্ড সভার অনুমোদনের প্রেক্ষিতে জারি করা হয়েছে।

যোগদানের তারিখ ও সময়: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১৪ আগস্ট ২০২৫ খ্রি: তারিখ, বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ে (সকাল ০৯.০০ টা হতে বিকাল ০৫.০০ টা পর্যন্ত) স্ব-শরীরে উপস্থিত হয়ে সচিব, বিসিএসআইআর, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

গুরুত্বপূর্ণ শর্তাবলী:

  • নির্বাচিত প্রার্থীদেরকে প্রাথমিকভাবে ৬ (ছয়) মাস শিক্ষানবিশ (প্রবেশনার) হিসেবে কাজ করতে হবে।
  • যোগদানের পূর্বে প্রাক-পরিচয় সম্পর্কে সন্তোষজনক পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য তথ্যাদি যাচাই সাপেক্ষে এই নিয়োগ বলবৎ থাকবে।
  • যোগদানের সময় আত্মীয় নন এমন দুজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা/স্থানীয় জনপ্রতিনিধির নিকট থেকে ০২ (দুই)টি চারিত্রিক সনদ এবং সরকারি মেডিকেল কলেজ/সিভিল সার্জন/উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর রেজিস্টার্ড চিকিৎসকের নিকট হতে শারীরিক সুস্থতা সংক্রান্ত সনদ দাখিল করতে হবে।
  • আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদি সঠিক আছে মর্মে ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
  • নির্বাচিত প্রার্থীগণকে বিসিএসআইআর-এর ঢাকাস্থ কার্যালয়সহ যে কোনো আঞ্চলিক গবেষণাগারে (রাজশাহী, চট্টগ্রাম, জয়পুরহাট ও সাভার) চাকুরি করতে বাধ্য থাকবেন।
  • পরিষদের চাকরিতে যোগদানের জন্য কোনো প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ