বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট (৫ম গ্রেড) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের প্রোগ্রামার (৬ষ্ঠ গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এই ফলাফলের ভিত্তিতে মোট ২ (দুই) জন প্রার্থীকে সাময়িকভাবে (Provisionally) মনোনয়ন প্রদান করা হয়েছে।
মনোনীত প্রার্থীদের চূড়ান্ত নিয়োগের পূর্বে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক তাদের সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করা হবে। যদি কোনো প্রার্থীর প্রদত্ত তথ্যে অসংগতি, সনদ জালিয়াতি বা অন্য কোনো ভুলত্রুটি ধরা পড়ে, তবে তার সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে এবং ক্ষেত্রবিশেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় মনোনীত প্রার্থীদের নিয়োগ প্রদান করবে। কর্ম কমিশন প্রকাশিত ফলাফলে কোনো ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ