খাদ্য অধিদপ্তর সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে ২৫ (পঁচিশ) ক্যাটাগরির ১৭৯১টি শূন্যপদে সরাসরি নিয়োগের প্রথম ধাপের ১৪টি কারিগরি পদের প্রার্থীতা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।

বাতিলকৃত পদগুলো হলো: ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেকানিক্যাল ফোরম্যান, অপারেটর, সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সরদার, ভেহিক্যাল মেকানিক, সহকারী মিলরাইট, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ, ইলেকট্রিক্যাল ফোরম্যান, ইলেকট্রিশিয়ান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নিয়োগ বিজ্ঞপ্তির অনুচ্ছেদ ৮ এর 'ঙ' শর্তে উল্লেখ ছিল, "কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।"

এই শর্ত ভঙ্গ করে একই পদে একাধিক আবেদন করার কারণে ১৩২ জন আবেদনকারীর মোট ৩৮২টি আবেদন বাতিল করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ