বাংলাদেশ ডাক বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তরে ২০টি ভিন্ন ক্যাটাগরির মোট ২৪১টি শূন্য পদে নিয়োগপত্র ইস্যু এবং যোগদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে ডাক অধিদপ্তর, পোস্টাল প্রিন্টিং প্রেস, টঙ্গী, গাজীপুর এবং আন্তর্জাতিক ডাক হিসাবরক্ষণ অফিসের আওতাধীন পদসমূহ।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে স্ব স্ব নিয়োগপত্র ইস্যুকারী দপ্তরে আবশ্যিকভাবে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

ইতিমধ্যেই সকল নির্বাচিত প্রার্থীর স্থায়ী ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে।

যদি কোনো প্রার্থী উল্লিখিত তারিখের পূর্বে তাদের নিয়োগপত্র হাতে না পান, তবে তাদের সংশ্লিষ্ট তালিকাভুক্ত অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ