বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর রিসার্চ ফিজিসিস্ট (ফিজিক্স), রিসার্চ বোটানিস্ট (বোটানি) এবং রিসার্চ ফার্মাকোলজিস্ট (ফার্মাসি) পদে জনবল নিয়োগের নিমিত্ত গত ২৫.০৭.২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৭.০৭.২০২৫ তারিখ, রবিবার অনুষ্ঠিত হবে।

মৌখিক পরীক্ষার সময়সূচি ও স্থান:

  • স্থান: বিসিএসআইআর স্কুল এন্ড কলেজ, ড. কুদরাত-এ-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা।
  • রিসার্চ ফিজিসিস্ট (ফিজিক্স): দুপুর ১২:০০ টায় (৫ জন প্রার্থী)
  • রিসার্চ ফার্মাকোলজিস্ট (ফার্মাসি): দুপুর ১:০০ টায় (১০ জন প্রার্থী)
  • রিসার্চ বোটানিস্ট (বোটানি): দুপুর ২:৩০ টায় (৫ জন প্রার্থী)

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের মূল প্রবেশ পত্র (রঙিন), চাকরির আবেদনের কপি (রঙিন), জাতীয় পরিচয়পত্রের মূলকপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), থিসিস পেপার (যদি থাকে) এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রতিটি ডকুমেন্টের এক সেট করে ফটোকপি (থিসিস পেপার ব্যতীত) মৌখিক পরীক্ষার পূর্বেই জমা দিতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে অবশ্যই উপস্থিতি শীটে স্বাক্ষর করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীগণকে কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ