বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের জন্য প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে।

লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ আগস্ট, ২০২৫ তারিখ থেকে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, এবং প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমেও অবহিত করা হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ:

  • মৌখিক পরীক্ষার পূর্বে কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে অনলাইনে BPSC Form-3 পূরণ করে জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা SMS এর মাধ্যমে জানানো হবে।
  • মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর আবেদন ফরম (BPSC Form-1) এর সাথে প্রয়োজনীয় সকল মূল সনদ ও ডকুমেন্টস এর ২ (দুই) সেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে এবং মূল সনদসমূহ প্রদর্শন করতে হবে।
  • গুরুত্বপূর্ণ কাগজপত্রের মধ্যে রয়েছে: সদ্য তোলা ৩ কপি সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট/মার্কশিট, বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমানের সনদ, বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ (যদি প্রযোজ্য হয়), মেডিকেল প্রত্যয়নপত্র (ওজন, উচ্চতা ও বুকের মাপ), কর্মরতদের জন্য ছাড়পত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সংশ্লিষ্ট সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/পাসপোর্ট এবং মুক্তিযোদ্ধা কোটা প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট সনদপত্র।
  • প্রাক্‌ চাকরি বৃত্তান্ত যাচাই ফরম (পুলিশ ভেরিফিকেশন ফরম) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ৩ কপি পূরণ করে মৌখিক পরীক্ষার দিন জমা দিতে হবে।
  • সাক্ষাৎকারপত্র (Viva Voce Admit Card) ডাকযোগে প্রেরণ করা হবে না। এটি কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।
  • অসম্পূর্ণ কাগজপত্র বা তথ্যের কারণে প্রার্থিতা বাতিল হতে পারে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার একমাত্র যোগ্যতা নয়।

বিশেষ দ্রষ্টব্য: যে সকল প্রার্থী ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা, কিংবা ৪৭তম বিসিএস এ আবেদন করেছেন তাদেরকে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট গুগল ফর্মের মাধ্যমে ফর্মে চাহিত তথ্যাদি সঠিকভাবে পূরণপূর্বক আগামী ২৩ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে দাখিল করতে হবে।

ফলাফল বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ