প্রাণিসম্পদ অধিদপ্তরের ড্রাইভার (সকল) পদে জনবল নিয়োগের জন্য গত ০২/০৫/২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার তারিখ ও স্থান:
- তারিখ: ২৬/০৭/২০২৫ খ্রিষ্টাব্দ হতে ৩০/০৭/২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
- স্থান: প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা এবং কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার, সাভার, ঢাকা।
পদের নাম এবং পরীক্ষার্থীর সংখ্যা:
- ড্রাইভার (সকল) পদের ব্যবহারিক পরীক্ষা ২৬/০৭/২০২৫ তারিখে (২৪০ জন), ২৮/০৭/২০২৫ তারিখে (১২০ জন) এবং ৩০/০৭/২০২৫ তারিখে (১০৯ জন) প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা-য় অনুষ্ঠিত হবে।
- ট্রাক্টর ড্রাইভার (১৯ জন), ট্রাক ড্রাইভার (১২ জন), ড্রাইভার (লরি) (মোট ৪১ জন), পিকআপ ড্রাইভার (১৬ জন) এবং পাম্প চালক (২০ জন) পদের ব্যবহারিক পরীক্ষা ২৯/০৭/২০২৫ তারিখে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার, সাভার, ঢাকা-য় অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ