ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসের “কপিষ্ট-কাম-বেঞ্চ-সহকারী” পদে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ মোট ১০৯৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।

মৌখিক পরীক্ষা ২৪/০৭/২০২৫ খ্রি. থেকে ১৩/০৮/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত কক্ষ নং-৮০৩, লেভেল-৭, ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা-এ অনুষ্ঠিত হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচী নিম্নরূপ:

  • ২৪/০৭/২০২৫ খ্রি. (বৃহস্পতিবার): দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ২৬/০৭/২০২৫ খ্রি. (শনিবার): সকাল ১০:০০ টা হতে দুপুর ০১:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন) এবং দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ২৭/০৭/২০২৫ খ্রি. (রবিবার): দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ২৮/০৭/২০২৫ খ্রি. (সোমবার): দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ২৯/০৭/২০২৫ খ্রি. (মঙ্গলবার): দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ৩০/০৭/২০২৫ খ্রি. (বুধবার): দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ৩১/০৭/২০২৫ খ্রি. (বৃহস্পতিবার): দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ০২/০৮/২০২৫ খ্রি. (শনিবার): সকাল ১০:০০ টা হতে দুপুর ০১:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন) এবং দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ০৩/০৮/২০২৫ খ্রি. (রবিবার): দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ০৬/০৮/২০২৫ খ্রি. (বুধবার): দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ০৭/০৮/২০২৫ খ্রি. (বৃহস্পতিবার): দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ০৯/০৮/২০২৫ খ্রি. (শনিবার): সকাল ১০:০০ টা হতে দুপুর ০১:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন) এবং দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৩৫ জন)।
  • ১০/০৮/২০২৫ খ্রি. (রবিবার): দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ১১/০৮/২০২৫ খ্রি. (সোমবার): দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ১২/০৮/২০২৫ খ্রি. (মঙ্গলবার): দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৬০ জন)।
  • ১৩/০৮/২০২৫ খ্রি. (বুধবার): দুপুর ০২:০০ টা হতে বিকাল ০৫:০০ টা পর্যন্ত (মোট ৪০ জন)।

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সাথে আনতে হবে:

  • অনলাইনে আবেদনের মূলকপি, রঙিন প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ আবেদনের সাথে দাখিলকৃত সকল সনদপত্রের মূলকপি।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের (রঙিন) ০২ (দুই) কপি ছবি এবং দাখিলকৃত সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি ০১ (এক) সেট।
  • যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনকৃত প্রার্থীদের কর্তৃপক্ষ কর্তৃক অগ্রায়নপত্র।
  • বিদ্যমান কোটার সমর্থনে দাখিলকৃত সনদপত্রের মূলকপি।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ