যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের কর্মকর্তা নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিগত ২৯-০১-২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল।
লিখিত পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হয়: ১৬-০৫-২০২৫ তারিখে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা-তে (আইবিএ তত্ত্বাবধানে) এবং ২৩-০৫-২০২৫ তারিখে পুরকৌশল ভবন, বুয়েট ক্যাম্পাস, ঢাকা-তে (বুয়েট তত্ত্বাবধানে)।
উক্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা নিচে দেওয়া হলো:
- নন-টেকনিক্যাল ক্যাটাগরি (আইবিএ):
- সিনিয়র অফিসার (সেলস): ১৩ জন
- সিনিয়র অফিসার (শিপিং): ০৩ জন
- সিনিয়র অফিসার (পারচেজ): ০৪ জন
- অফিসার (স্টোর): ০৩ জন
- অফিসার (একাউন্টস): ১৬ জন
- অফিসার (লিগ্যাল এন্ড এস্টেট): ০৪ জন
- অফিসার (এডমিনিষ্ট্রেশন): ০৩ জন
- অফিসার (পাবলিক রিলেশন্স): ০২ জন
- অফিসার (কনফিডেন্সিয়াল): ০৬ জন
- জুনিয়র অফিসার (সিকিউরিটি): ০৫ জন
- জুনিয়র অফিসার (পারচেজ): ০৭ জন
- জুনিয়র অফিসার (ফাইন্যান্স): ০৬ জন
- জুনিয়র অফিসার (কোম্পানি সেক্রেটারিয়েট): ০৬ জন
- জুনিয়র অফিসার (এডমিনিষ্ট্রেশন): ০৬ জন
- টেকনিক্যাল ক্যাটাগরি (বুয়েট):
- সিনিয়র অফিসার (আইটি/প্রোগ্রামার): ০১ জন
- অফিসার (অপারেশল): ০৩ জন
- অফিসার (ল্যাবরেটরী): ১২ জন
- অফিসার (ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভেলপমেন্ট): ০৬ জন
- জুনিয়র অফিসার (ফায়ার এন্ড সেফটি): ০৩ জন
- জুনিয়র অফিসার (অপারেশন): ০৬ জন
- জুনিয়র অফিসার (মেইনটেন্যান্স): ০৯ জন
- জুনিয়র অফিসার (এমআইএস এন্ড আইটি): ০৬ জন
- জুনিয়র অফিসার (প্ল্যানিং এন্ড ইকোনোমিক্স): ০৯ জন
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তীতে তাদের আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এছাড়া এ সংক্রান্ত তথ্যাদি যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, বিপিসি'র ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ