ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক “সার্ভেয়ার” পদে মোট ৭০ জন প্রার্থীকে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। এটি ১৪তম গ্রেডের (জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১০২০০-২৪৬৮০/- টাকা) একটি পদ।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ০৩/০৮/২০২৫ খ্রি. তারিখের মধ্যে মহাপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন, ৯৮, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও, ঢাকা-১২০৮ ঠিকানায় যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
যোগদানের সময় প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হবে, যার মধ্যে রয়েছে: মূল নিয়োগপত্রের ফটোকপি, পূর্ববর্তী কর্মস্থলের ছাড়পত্র (যদি প্রযোজ্য হয়), নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র, অনলাইন আবেদনের রঙিন কপি, জাতীয়তার সনদ, ১ম শ্রেণির (গেজেটেড) কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, নিজ নিজ জেলার সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত সনদপত্র এবং 'ডোপ টেস্ট' সনদপত্র। এছাড়াও, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক সত্যায়িত অনুলিপি এবং সদ্য তোলা সত্যায়িত ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি যোগদানপত্রের সাথে জমা দিতে হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মচারীগণ যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ