বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের 'এম,এল,এস,এস' পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
মৌখিক পরীক্ষা ১৩ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে ২২ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত সুপ্রীম কোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- প্রার্থীকে প্রদত্ত লিংক হতে প্রবেশপত্র ডাউনলোড করে সঙ্গে আনতে হবে।
- আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা, কোটা, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ এবং অন্যান্য কাগজপত্রের মূলকপি ও ১ সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।
- চাকুরিরত প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি সনদ (NOC) সঙ্গে আনতে হবে।
- প্রবেশপত্র ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
- পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে সুপ্রীম কোর্ট অডিটোরিয়ামে রিপোর্ট করতে হবে।
- পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে সম্পন্ন করা হবে, তাই মোবাইল ফোন সার্বক্ষণিক সচল রাখা ও এসএমএস অনুসরণ করা বাঞ্ছনীয়।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ