পরীক্ষা হয়েছে আজ সকালে
#Android App: Jobs Exam Alert
সমাধানঃ
১. ৩৩০০ টাকা
২. ৫০%
৩. ১৭
৪. ৪৫০
৫. 12
৬. (x2-y2) (x2+xy+y2)
৭. ৩০
৮. 3√3
৯. 4√3
১০. 8√3
১১. 194
১২. 3
১৩. 0
১৪. 13/5
১৫. 5/7
১৬. 90 ডিগ্রী
১৭. n(n+1)(2n+1) /6
১৮. 1
১৯. ৪০%
২০. ৫৪ ডিগ্রী
২১. ৮৮
২২. ১১,১২
#Android App: Jobs Exam Alert
সাধারণ জ্ঞানঃ
২৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান- স্পিকার
২৪. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছে- ফ্রান্স
২৫. বাংলাদেশের প্রথম ফিস ওয়ার্ল্ড অ্যাকুরিয়াম কোথায় অবস্থিত-কক্সবাজার শহরের ঝাউতলায়
২৬. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত-পটুয়াখালীর লেবুখালীতে
২৭. ই- 8 পৃথিবীর কোন ধরনের ৮টি দেশকে নির্দেশ করে-৮টি পরিবেশ দুষণকারী দেশ
২৮. কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে কি বলা হয়- ROM
২৯. ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোনটি কমনওয়েলথ এর সদস্য দেশ- মোজাম্বিক ও রুয়ান্ডা
৩০. টেকসই উন্নয়ন মাত্রা অর্জুন এর সময়কাল নিম্নের কোনটি-২০১৬ থেকে ২০৩০ সাল
৩১. দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি- ময়মনসিংহ সিটি কর্পোরেশন
৩২. বিশ্ব অটিজম দিবস পালন করা হয়- এপ্রিল ০২
৩৩. বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি- বাংলাদেশ-ভারত সীমান্ত
৩৪. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সম্বলিত ডাকটিকেট বিশ্বের কোন দেশে প্রকাশ করেছে-যুক্তরাষ্ট্র
৩৫. ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য হয়
৩৬. বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে-১৯৯৮
৩৭. 2018 সালের ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল লাভ করেন কোন দেশের নাগরিক-ক্রোয়েশিয়ার
৩৮. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি-পুণ্ড্র
৩৯. আকাশ নীল দেখায় কারণ নীল রঙের
৪০. 2018 সালের অর্থনীতির নোবেল পুরস্কার পেয়েছে কে-উইলিয়াম ডি. নরডাস ও পল এম. রোমার
৪১. কোন সময় কালকে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে-২০২০ ও ২০২১
৪২. জাপান পাল হারবার আক্রমণ করে কবে-৭ ডিসেম্বর, ১৯৪১
৪৩. বায়ুমন্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়- নাইট্রোজেন
৪৪. ইউয়ান কোন দেশের মুদ্রা-চীনের
৪৫. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত- ইতালি
৪৬. কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে-ক্যালসিয়াম অক্সালেট
৪৭. জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ- চীন
#Android App: Jobs Exam Alert
বাংলা সমাধানঃ
৪৮. নিচের কোন শব্দটি প্রাতিপাদিক- সাধিত
৪৯. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়- কবি
৫০. আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি নয়?- প্রত্যাবান
৫১. মন না মতি? বাগধারাটির অর্থ কি-------- অস্থির মানব মন
৫২. বীর সন্তান প্রসব করে যে নারী- এক কথা তাকে কি বলে?- বীরপ্রসূ
৫৩.অম্বু শব্দের সমার্থক শব্দ কোনটি- পানি
৫৪. দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়-দীপ + শানচ
৫৫.নিচের কোনটি ঘোষ মহাপ্রাণ বর্ণ-ড
৫৬. শুদ্ধ বানান কোনটি- রুগ্ণ
৫৭. মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে- আরবি
৫৮.পাহাড়ের ঢাল বেয়ে জল নামছে- কোন কারকে কোন বিভক্তি- কর্ম কারকে শূন্য
৫৯. কোনটি নিপাতনে সিদ্ধ যুক্ত শব্দ- সৌর
৬০. অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ- রূঢ়ি শব্দ
৬১. বাংলা বর্ণমালা, পূর্ণমাত্রা,অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে-32,8,10
৬২.নিচের কোন শব্দটির সাধু ভাষার ব্যাপারে উপযোগী- জুতা
৬৩. উদ্ধরণ চিহ্নের পূর্বে বসাতে হবে- কমা
৬৪.‘ খাতক’ এর বিপরীত শব্দ- মহাজন'
৬৫.`Phoneme’-শব্দের অর্থ- ধ্বনিমূল
৬৬.‘ অরুণ রাঙা’ কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ- উপমান কর্মধারয়
৬৭.‘হ্ম ‘ এর সঠিক বিশ্লেষণ কোনটি- হ+ম
৬৮.Apenthesis-এর অর্থ- অপিনিহিতি
৬৯.ভাস্বর - এর সন্ধি বিচ্ছেদ কি- ভাস+বর
৭০. আদেশ অর্থ অনুদান কোনটি- আমটা খাও
৭১. চক্ষুদান করা- বাগধারার?- চুরি করা
৭২.গুণ ও বৃদ্ধি বলা হয়- কৃৎ প্রকৃতির পরিবর্তনকে
#Android App: Jobs Exam Alert
ইংরেজি অংশ সমাধানঃ
73. His behavior surprised me. (passive)
Ans: I was surprised at his behaviour.
74. The word ‘Camouflage’ means–
Ans: disguise
75. It burns the prettiest of any wood.(positive)
Ans: No other wood burns as pretty as it.
76 . Anybody can apply for the post. Here ‘anybody’ is –
Ans: Indefinite pronoun
77. ‘once in a blue moon’ means–
Ans: very rarely
78. I opened the door as soon as I — the bell.
Ans: heard
79. He talks as if —
Ans: he were mad.
80.He parted —- his friends in tears.
Ans: from
81. Choose the correct sentence—-
Ans: It rained last night.
82. ‘Get rid of’ means–
Ans: to be free from.
83. The teacher made the children — the book.
Ans: read
84. The word ‘homogeneous’ means—
Ans: of the same kind.
85. আমরা বিষয়টি আলোচনা করবো।
Ans: We shall discuss the matter.
86. এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
Ans: Nowhere will you find such a country.
87. Who is calling me ?(passive)
Ans: By whom am I being called?
88. The roads of Rajshahi are wider —
Ans: than those of Dhaka.
89. A speech full of too many word is–
Ans: A verbose speech.
90. Credit Tk. 5,000 — my account.
Ans: to.
Android App: Jobs Exam Alert
91. All love flower? (Interrogative)
Ans: Who do not love flower?
92. The adjective form of the word ‘study’ is–
Ans: studious
93. He said,”I went to Tangail.”(Indirect)
Ans: He said that he had gone to Tangail.
94. The verb of the word ‘economy’ is —
Ans: economize
95. A person whose head is in the clouds is–
Ans: a day dreamer.
96. শব্দটি কেটে দাও এর অনুবাদ..
Ans: Pen through the word.
97. While living in poverty , the poet had to — a great deal of sufferings.
Ans: put up with.
গণিতঃ
৯৮. ৬০
৯৯. ২০০০ টাকা
১০০. ৬
#Android App: Jobs Exam Alert
প্রশ্নের সমাধান ফেসবুক গ্রুপে বা পেইজে পোস্ট করার সময় নিচের অংশে # ট্যাগ #Android App: Jobs Exam Alert দিলে খুশি হব।
যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ
ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com
imo- 01710286369
whatsapp-01710286369
যে কোন মাধ্যমে আপনি আমাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন।
পরীক্ষার প্রশ্ন নিচেঃ