বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC) কর্তৃক ৪৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে সাধারণ ক্যাডারের ২০৬ জন, সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ১৮১ জন এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের ৬৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি জানানো হয়েছে।
মৌখিক পরীক্ষা ১৬-০৭-২০২৫, ২০-০৭-২০২৫, ২১-০৭-২০২৫ এবং ২২-০৭-২০২৫ তারিখে সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হবে।
পরীক্ষা বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
আবেদনের প্রক্রিয়া:
- লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে বিপিএসসি ফরম-১ (BPSC Form-1) ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।
- মৌখিক পরীক্ষার দিন সকল প্রয়োজনীয় সনদ/কাগজপত্রের ২ (দুই) সেট সত্যায়িত কপিসহ এই ফরমটি সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট পূর্বে জমা দিতে হবে। মূল সনদপত্রসমূহ বোর্ডে প্রদর্শন করতে হবে। ফরম ও কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে।
- কমিশন কর্তৃক নির্ধারিত সময়ে অনলাইনে বিপিএসসি ফরম-৩ (BPSC Form-3) পূরণ করে জমা দিতে হবে। পূরণকৃত ফরম-৩ এর ২ (দুই) টি কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
- প্রার্থীদের সাক্ষাৎকারপত্র কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। ডাকযোগে কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না।
- যৌক্তিক কারণ ছাড়া মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ