বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর মেডিকেল অফিসার এবং আ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন্স (জিএসই) পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে।
এই পরীক্ষাগুলো আগামী ১৬ ও ১৭ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের প্রধান কার্যালয়, বলাকা ভবন, কনফারেন্স রুম (২য় তলায়) অনুষ্ঠিত হবে।
উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানপূর্বক নিম্নলিখিত ডকুমেন্টসহ উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে:
- লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট (২ কপি)
- টেলিটক প্রদত্ত অ্যাপ্লিক্যান্ট কপি (কালার প্রিন্ট)
- পাসপোর্ট সাইজের সত্যায়িত দুই (০২) কপি ছবি
- জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি
- নাগরিকত্বের সনদপত্রের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি
- কম্পিউটার জ্ঞান ও দক্ষতা সংক্রান্ত সনদের মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি (আ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন্স পদের ক্ষেত্রে প্রযোজ্য)
- বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন সনদের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি (মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে প্রযোজ্য)
- এমবিবিএস ডিগ্রি পরবর্তী ডাক্তার হিসেবে ০৩ বছরের চাকুরির অভিজ্ঞতার সনদের মূলকপি এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি (মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে প্রযোজ্য)
- মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার সমর্থনে সরকার কর্তৃক প্রদত্ত দলিলাদি ও ওয়ারিশান সনদপত্র
- অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টস (যদি থাকে) এর মূলকপি এবং এক (১) সেট সত্যায়িত ফটোকপি
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ