বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা এর সহকারী পরিচালক পদের নিয়োগ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে, আগামী ০৫/০৭/২০২৫ তারিখ শনিবার বিকাল ৩:০০টা থেকে ৪:০০টা পর্যন্ত বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিকভাবে বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম নিয়ে কিছু বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়লেও, বার্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে এই সকল তথ্যের কোনো সত্যতা নেই। বার্ডের নিয়োগ কার্যক্রম শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হবে এবং কোনো ধরণের সুপারিশ বা নির্দেশনা গ্রহণ করা হয়নি।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ