বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় কর্তৃক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের “সহকারী বিদ্যুৎ পরিদর্শক” (১০ম গ্রেড) পদের মৌখিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৪টি অস্থায়ী শূন্য পদের বিপরীতে নিয়োগের জন্য এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নির্ধারিত কোটার সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের তাদের প্রযোজ্য মূল সনদ/প্রত্যয়নপত্রের ২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার তারিখ: ১৩ জুলাই ২০২৫
সনদ/প্রত্যয়নপত্র জমা দেওয়ার সময়সীমা: ০২ জুলাই ২০২৫ তারিখ থেকে ০৯ জুলাই ২০২৫ তারিখের মধ্যে (সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত)।
সনদ/প্রত্যয়নপত্র জমা দেওয়ার স্থান: পরিচালক (ইউনিট-৫), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
নির্ধারিত সময়ের পর কোনো সনদ/প্রত্যয়নপত্র গ্রহণ করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ