গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর বিভিন্ন ক্যাডার পদের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ১,৭১০টি শূন্য পদের বিপরীতে মোট ১৬৯০ (এক হাজার ছয়শত নব্বই) জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হয়েছে। 

মনোনীত পদসমূহ বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: বি.সি.এস. প্রশাসন ক্যাডারে ২৫০ জন, বি.সি.এস. পুলিশ ক্যাডারে ৫০ জন, বি.সি.এস. স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে) ১২৫ জন, বি.সি.এস. পশুসম্পদ ক্যাডারে (বিভিন্ন পদে) ২১০ জন, এবং বি.সি.এস. সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক (বিভিন্ন বিষয়) পদে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী মনোনীত হয়েছেন। এছাড়াও বি.সি.এস. রেলওয়ে প্রকৌশল, বন, সড়ক ও জনপথ, মৎস্য, কৃষি, গণপূর্ত, তথ্য, ডাক, বাণিজ্য, পরিবার পরিকল্পনা এবং কারিগরি শিক্ষা ক্যাডারসহ অন্যান্য ক্যাডারেও যোগ্য প্রার্থী মনোনয়ন করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকটি কারিগরি/পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় মোট ২০টি পদে কোনো প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

সাময়িকভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগের পূর্বে তাদের দাখিলকৃত সনদ ও তথ্যাদির সত্যতা যাচাই এবং মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে মনোনয়ন করা সম্ভব হয়নি এমন ৮২৭২ (আট হাজার দুইশত বাহাত্তর) জন প্রার্থীকে নন-ক্যাডার পদে নিয়োগের বিধান অনুযায়ী সরকারের নিকট হতে শূন্য পদের অধিযাচন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে সুপারিশের জন্য বিবেচনা করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ