ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) সম্প্রতি কমপ্লেইন সুপারভাইজর, সুইচ বোর্ড আ্যাটেনডেন্ট এবং সিনিয়র আ্যাকাউন্টস আ্যাসিস্ট্যান্ট পদের সাক্ষাৎকার পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে।
কমপ্লেইন সুপারভাইজর পদের সাক্ষাৎকার পরীক্ষা ১৪ জুলাই, ২০২৫ থেকে ২৩ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকাল ২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
সুইচ বোর্ড আ্যাটেনডেন্ট এবং সিনিয়র আ্যাকাউন্টস আ্যাসিস্ট্যান্ট পদের সাক্ষাৎকার পরীক্ষা ২৪ জুলাই, ২০২৫ থেকে ৩০ জুলাই, ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন বিকাল ২:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
সকল পদের সাক্ষাৎকার পরীক্ষা বিদ্যুৎ ভবন (৩য় তলা), ১, আব্দুল গণি রোড, ঢাকা-১০০০-এ অবস্থিত ডিপিডিসি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকার পরীক্ষার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মূল সনদ পত্র এবং মার্ক শীট সমূহের মূল কপি সঙ্গে আনতে হবে। এছাড়াও, এ সকল সনদ ও পরিচয়পত্র সমূহের অতিরিক্ত এক সেট সত্যায়িত ফটোকপি সাক্ষাৎকার পরীক্ষার দিন জমা দিতে হবে।
প্রার্থীদেরকে দুই সেট পুলিশ ভেরিফিকেশন ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ সাক্ষাৎকার পরীক্ষার দিন জমা প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের ন্যূনতম ৩০ মিনিট পূর্বে ডিপিডিসি'র প্রধান কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ