বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা প্রহরী (২০তম গ্রেড) পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা, শারীরিক যোগ্যতা নিরূপণ পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৪৬৪ (চারশত চৌষট্টি) জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট থেকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ডাউনলোড করে স্বহস্তে পূরণপূর্বক স্বাক্ষর করে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৫
আবেদনের প্রক্রিয়া: স্বহস্তে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফর্ম আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে কর্মচারী পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াপদা ভবন (৫ম তলা), মতিঝিল, ঢাকায় স্বশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা প্রদান না করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
সন্তোষজনক পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন প্রাপ্তির পর নির্বাচিত প্রার্থীদের নিয়োগের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ