যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত গাড়িচালক (গ্রেড-১৫ ও গ্রেড-১৬) পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট ৫৯ জন প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তাদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় ঘোষণা করা হয়েছে।
মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য:
- তারিখ: ০২ জুলাই ২০২৫, বুধবার
- সময়: সকাল ০৯.০০টা থেকে
- স্থান: পরিচালক (প্রশাসন) এর অফিস কক্ষ (৩য় তলা), যুব ভবন, ১০৮ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনাবলী:
- প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে, যা মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
- মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে কোটা ও অভিজ্ঞতার সমর্থনে প্রয়োজনীয় সনদপত্র/কাগজপত্রের মূলকপি, আবেদনের কপি, ড্রাইভিং লাইসেন্সের মূল কপি, প্রার্থীর শিক্ষা জীবনের যেকোনো পরীক্ষার একটি ছবিযুক্ত প্রবেশপত্র এবং সম্প্রতি তোলা (তিন মাসের অধিক নয়) এককপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সত্যায়িত) সঙ্গে আনতে হবে।
- সকল কাগজপত্রের মূলকপি বোর্ডের সামনে প্রদর্শন করতে হবে এবং অতিরিক্ত একসেট সত্যায়িত ফটোকপি বোর্ডের নিকট জমা দিতে হবে।
- মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
উত্তীর্ণ প্রার্থীদের স্ব-স্ব মোবাইল নাম্বারে এসএমএস-এর মাধ্যমেও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ