ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীন “অফিস সহায়ক” ও “নিরাপত্তা প্রহরী” শূন্য পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০তম গ্রেডভুক্ত উল্লিখিত পদসমূহের লিখিত পরীক্ষা ২৮ জুন ২০২৫, শনিবার সকাল ১০:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত ফেনী জেলার নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে পরীক্ষার্থীদের আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে টেলিটকের মাধ্যমে পরীক্ষাসংক্রান্ত সকল নির্দেশনা পাঠানো হয়েছে। প্রার্থীরা তাদের প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন।
কোনো প্রার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে ব্যর্থ হলে, তাকে ২৭ জুন ২০২৫ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী-এর রাজস্ব শাখায় সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ