ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীন “অফিস সহায়ক”“নিরাপত্তা প্রহরী” শূন্য পদের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০তম গ্রেডভুক্ত উল্লিখিত পদসমূহের লিখিত পরীক্ষা ২৮ জুন ২০২৫, শনিবার সকাল ১০:০০টা থেকে ১১:০০টা পর্যন্ত ফেনী জেলার নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে পরীক্ষার্থীদের আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরে টেলিটকের মাধ্যমে পরীক্ষাসংক্রান্ত সকল নির্দেশনা পাঠানো হয়েছে। প্রার্থীরা তাদের প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন।

কোনো প্রার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে ব্যর্থ হলে, তাকে ২৭ জুন ২০২৫ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী-এর রাজস্ব শাখায় সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ