৪৭তম বিসিএসের বিজ্ঞাপন আজ বৃহস্পতিবারই প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন পিএসসি। তবে শেষ সময়ে এসে আরও কিছু নতুন পদ যুক্ত হচ্ছে এই বিসিএসে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম প্রথম আলোকে ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন আজ প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছে।

পিএসসির ক্যাডার শাখার একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, আজই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। সেভাবেই কাজ চলছে। পদ কিছু নতুন এসেছে। যাচাই–বাছাই চলছে। ক্যাডার ও নন–ক্যাডারের কিছু পদ বাড়তে পারে। এদিকে টেলিটকের সঙ্গে আমাদের ছিল। বিজ্ঞাপন প্রকাশের বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো সমস্যা না হলে আজই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এ সপ্তাহেই প্রকাশিত হতে পারে বলে জানিয়েছিল সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছিল সরকার।

সূত্রঃ প্রথম আলো