সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

দ্রুতই ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে শেষ সময়ে এসে আরও কিছু নতুন পদ যুক্ত হচ্ছে এই বিসিএসে। পিএসসির ক্যাডার শাখার এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘পদ কিছু নতুন এসেছে। যাচাই–বাছাই চলছে। ক্যাডার ও নন–ক্যাডারের কিছু পদ বাড়তে পারে। এদিকে টেলিটকের সঙ্গে আমাদের সভা আছে। বিজ্ঞাপন প্রকাশের বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এ সপ্তাহেই প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে পিএসসির একাধিক সূত্র। যেকোনো দিনই এ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছিল সরকার।

গত রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ৪৭তম বিসিএসটি একেবারে নতুন। এটি দেওয়ার জন্য তাঁরা প্রস্তুত। এটি এখন বিজ্ঞপ্তি জারির পর্যায়ে আছে। পুনর্গঠিত পিএসসি প্রথম বিজ্ঞপ্তি দিলে এটি দেবে। ক্যাডার পদ ছাড়া এই বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

সূত্রঃ প্রথম আলো