মন্ত্রণালয় ও অধিদপ্তরের চাকরির প্রস্তুতিতে নতুন কি কি থাকছে?
১। অধ্যায় ভিত্তিক প্রশ্ন বিশ্লেষণঃ ২০২৪ সালে এবং ২০২৫ সালের অনুষ্ঠিত পরীক্ষার বিশ্লেষণ দেওয়া হবে অধ্যায় ভিত্তিক।
২। শর্ট সাজেশনঃ অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য কি কি এবং একটা অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি তা বিশ্লেষণ করা হবে।
৩। আপনার পড়াশোনা বা পরীক্ষা কাজে লাগছে কি না তা যাচাই করা হবে।
৪। প্রতিদিন এক অধ্যায় পড়াশোনা করে আপনাকে পরীক্ষা দিতে হবে। মন্ত্রণালয় ও অধিদপ্তরের চাকরির পরীক্ষায় যেমন প্রশ্ন হতে পারে ঠিক সেই রকম প্রশ্ন করে Daily Exam পরীক্ষা নেওয়া হবে।
৫। আপনার পড়াশুনা যে ঠিক পথে এগিয়ে যাচ্ছা তার একটা বিশ্লেষণ দেওয়া হবে আপনাকে।
এই কোর্স শেষ করতে পারলে আপনি প্রতিটা পরীক্ষায় সর্বনিম্ন ৭০-৮০% মার্ক কমন পাবেন।
[বি: দ্রঃ] আমাদের সকল সেবার জন্য চার্জ ১ মাসে ১০০টাকা এবং তিন মাসের জন্য ২৮০ টাকা ।এখানে আপনার Member Class* মন্ত্রণালয় ও অধিদপ্তর থাকতে হবে।
নতুন অ্যাপে অধিক সার্ভিস পাবেন, তাই পরীক্ষা দিতে নতুন অ্যাপে পরীক্ষা দিন । Android app: Job Aid
পরীক্ষা দিতে পারবেন www.studyonlinebd.com অথবা Android app: Job Aid এর মাধ্যমে
কি ভাবে পরীক্ষা দিবেন দেখুন ভিডিওতেঃ
৮০ দিনে মন্ত্রণালয় ও অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু আগামী ১২-০৯-২০২৫ থেকেঃ
পরীক্ষার রুটিনঃ https://drive.google.com/file/d/1PB7cRMwHIBaWKtfABbHSnJ_66QSv1SKk/view?usp=sharing
পরীক্ষার প্রস্তুতি নিতে জব'স পাসওয়ার্ড (All In One) বই পড়ুন (বইটি ক্রয় করলে ৯০দিনের পরীক্ষা ফ্রি)
পরীক্ষার সময়সূচী নিচেঃ