সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণ সংখ্যা সম/সওব্য/টিম-৪(২)-উঃপ্রঃনিঃ/৪৭/৯৭-১৮৮, তারিখ ২১.০৮.১৯৯৭ খ্রি. এর আলোকে অর্থ বিভাগের স্মারক নং-০৭.১১২.০১৪.৩৮.০০.০১৪.২০১৬ (অংশ-১)-৪১০/১(৪), তারিখ-২০.১২.২০১৭ খ্রি. মূলে পদ সৃজন এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের স্মারক নং-৪৭.০৩৪.০১৪.০০.০০.০২৬.২০১৩(অংশ)-১৩৯, তারিখঃ ০২.০৮.২০১৮খ্রি. মূলে সরকারি মঞ্জরি প্রদানের পরিপ্রেক্ষিতে একটি বাড়ি একটি খামার (৩য় সংশোধিত) প্রকল্পের জনবল নিয়োগ কমিটির সুপারিশ অনুযায়ী প্রকল্পের মাঠ সহকারী পদে নিম্নোক্ত ব্যক্তিকে প্রকল্পের মেয়াদকাল ৩০ জুন, ২০২০ খ্রি. সময়ের জন্য নিম্নবর্ণিত শর্তাধীনে চুক্তিভিত্তিক অস্থায়ী নিয়োগ প্রদান করা হলঃ

প্রকল্পে চুক্তিভিত্তিক অস্থায়ী নিয়োগপত্র পাবেন নিচে থেকেঃ