সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে ডাউনলোড করুন
Android App: Jobs Exam Alert


“জুনিয়র বেতার কর্মকর্তা” [৯ম গ্রেড] [১ম শ্রেণির টেকনিক্যাল পদ]

পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠান। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিন একাডেমি, চট্টগ্রাম-এর “জুনিয়র বেতার কর্মকর্তা” [৯ম গ্রেড] [১ম শ্রেণির টেকনিক্যাল পদ] এর ০১ (এক)টি স্থায়ী পদে সরাসরি নিয়ােগের জন্য অনলাইনে ০৯.০৯.২০১৮ তারিখে বিজ্ঞপ্তির ক্রমিক নং-৬৮ জারি করা হয়। উক্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে : | পরীক্ষার তারিখ ও সময়। পরীক্ষা কেন্দ্রের নাম | পদের নাম।

২৮.০৩.২০১৯ | ৭১ মিলনায়তন, বাংলাদেশ | “জুনিয়র বেতার কর্মকর্তা” [৯ম । বৃহস্পতিবার। বেলা ১২.০০ টা | সরকারী কর্ম কমিশন সচিবালয় গ্রেড] [১ম শ্রেণির টেকনিক্যাল পদ থেকে

ভবন, আগারগাঁও, শেরে বাংলা | নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন ৪.০০ টা পর্যন্ত | নগর, ঢাকা-১২০৭। | মেরিন একাডেমি, চট্টগ্রাম। ২. কেবল অনলাইনে আবেদনকারী প্রার্থীগণ ডাউন লােডকৃত প্রবেশপত্রসহ লিখিত পরীক্ষায়

অংশগ্রহণ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনাে প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। ৩. প্রার্থীদের রেজিঃ নম্বরের তালিকা এবং লিখিত পরীক্ষা সংক্রান্ত প্রমিত নির্দেশাবলী কমিশনের

ওয়েব সাইটে www.bpsc.gov.bd পাওয়া যাবে। [চাকরির ক্ষেত্রে কোনােরূপ তদবির প্রার্থীর অযােগ্যতা হিসেবে বিবেচিত হবে] [পড়াশােনা এবং জ্ঞানার্জনের মাধ্যমে ভালভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করুন।]

লিখিত পরীক্ষার তারিখঃ ২৮-০৩-২০১৯

বিস্তারিত নিচেঃ