আমাদের এখান নতুন একটা সাধারণ জ্ঞান পর্ব চালু হচ্ছে ১০ মার্চ থেকে।
এ পর্বে থাকবে ২০১৯ সালের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান , যে প্রশ্নগুলো ২০১৯ সালের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন গুলোর উপরে প্রতিদিন ১৫ টা করে প্রশ্ন থাকবে এখানে। সাম্প্রতিক সাধারণ জ্ঞান ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে প্রশ্নগুলো থাকবে ।
সাধারণ জ্ঞান পর্ব গুলো পাবেন আমাদের ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপস এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স অপশনে ।
প্রশ্নের ধরন দেখতে পাবেন নিচে থেকেঃ
২০১৯ সালের চাকরির পরীক্ষার জন্য গ্রুত্বপূর্ণ সাধারণ জ্ঞানঃ পর্ব-১
✍বাংলাদেশে ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে – ২০২১ সালে
✍ভারত পাকিস্তান সাম্প্রতিক যে বিষয় নিয়ে উত্তেজনায় মেতে উঠেছে – পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে
✍পাকিস্তান ভিত্তিক জঙ্গিসংগঠন – জইশ ই মোহাম্মদ
✍নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হলেন- রীভা গাঙ্গুলী দাস
✍ভলিবল খেলায় এক দলে খেলোয়াড়ের সংখ্যা?-৬ জন
✍G-7এর একমাত্র এশীয় দেশ কোনটি- জাপান
✍আল জাজিরা স্যাটেলাইট টেলিভিশন কেন্দ্র কোন দেশে অবস্থিত?-কাতার
✍মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী কংগ্রেসম্যান হতে যাচ্ছেন কে?- রাশিদা তিলাইব
✍ঐতিহাসিক কাগমারী সম্মেলনে নেতৃত্বদানকারী নেতার নাম কি?- মাওলানা ভাসানী
✍বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবার নাম কি?- নগদ
✍বাংলাদেশের মোবাইল নম্বর পোর্টেবিলিটি চালু হয় কবে?- ১ অক্টোবর ২০১৮
✍অসমাপ্ত আত্মজীবনীর বর্ণনা অনুসারে বঙ্গবন্ধু ঢাকা জেলে কি কাজ করতেন?- মালির কাজ
✍মিয়ানমার থেকে কয়টি নদী বাংলাদেশে প্রবেশ করেছে- তিনটি
✍অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুযায়ী মাথাপিছু জাতীয় আয় কত মার্কিন ডলার-১৭৫২
✍মুক্তিযুদ্ধে ময়মনসিংহ কত নম্বর সেক্টরে ছিল- ১১
সংগ্রহ করেছেনঃ মোঃ এনামুল হক
আমাদের Android App আপডেট করা হয়েছে । নতুন ভার্সনে থাকছে গ্রুত্বপূর্ণ অনেক আপডেটঃ
নতুন ভার্সনে আপনার যে কোন সমস্যা হলে old version পাবেনঃ
http://studyonlinebd.com/apk.php
আপডেটে থাকছেঃ
১। অনেক বেশি ফাস্টঃ আগে যে স্লো সমস্যা ছিল এইটা থাকবে না।
২। এমবি খরচ কম হবেঃ এখন এমবি খরচ অনেক বেশি হচ্ছে , এই সমস্যা থাকবে না।
৩। অনেক সহজে Daily Exam , special daily Exam ,model test, special model test, quiz সহ আমাদের সকল সার্ভিস ব্যবহার করতে পারবেন।
৪। প্রশ্নের সমাধান গুলো সেভ থাকবে ।
৫। অনলাইনে আবেদন বা সিভি সেভের জন্য সকল ব্যবস্থা থাকবে।
৬। আপনার সকল তথ্য এখানে সেভ করে রাখতে পারবে, হার্ড কপি, এডমিট কার্ড সহ সকল তথ্য।
৭। যে চাকরি গুলোর অনলাইনে আবেদন করতে পারবেন ,সেই চাকরি গুলো আলাদা দেখাবে ।
৮। পেইড মেম্বার হয়ে থাকলে আপনি এক সাথে দুইটা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন। তবে এখানে মূল একটা শ্রেণী থাকবে ২য় শ্রেণী নির্বাচন করলে পেইড সময় থেকে আপনার সময় অর্ধেক হয়ে যাবে।
৯।দয়া করে সবাই আপডেট দিবেন । কারণ আপডেট না দিলে , আপনি অনেক নতুন সার্ভিস পাবেন না।
আমাদের কিছু কথাঃ যে কোন সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।আমরা সমস্যার সমাধানের চেষ্টা করবো। দয়া করে সবাই ৫ স্টার রিভিউ দিবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো আপনাদের আরো ভাল সেবা দেওয়ার জন্য। সেই সাথে আমাদের যে কোন ভুল হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্যক্তিগত জীবনে আমাদের হাজার সমস্যা আর এইটা শুধু মাত্র Android App সমস্যা হতেই পারে। তবে দয়া করে খারাপ মন্তব্য করবেন না,সমস্যা হলে অভিযোগ করবেন।
আমাদের Android App এর ছবিঃ Google play Store থেকে ডাউনলোড দিতে পারবেন।
ডাউনলোড করতে পারবেনঃ
http://studyonlinebd.com/apk.php
অথবাঃ
Google play Store
নিচের ছবিতে আপনার দেখতে পাবেন নতুন ভার্সনে কি কি থাকছেঃ