পদের নামঃ অফিস সহায়ক
১. সড়ক দুর্ঘটনা ও এর প্রতিকার নিয়ে একটি রচনা করুন।
বর্তমান সমাজে ঘর থেকে বের হলেই প্রত্যেক মানুষকে সড়ক দুর্ঘটনা নামক আতংক তাড়া করে বেড়ায়। প্রতিদিন দেশের কোনো না কোনো অঞ্চলে সড়ক দুর্ঘটনা ঘটেই থাকে। যার ক্ষয়ক্ষতি ভুক্তভোগী পরিবারগুলোকে সারাজীবন বয়ে বেড়াতে হয়। জনসচেতনতা এবং প্রয়োজনীয় সরকারি বেসরকারি পদক্ষেপই এই মহামারীকে রুখে দিতে পারে।
রতিদিন সংবাদপত্রে যে খবরটি অনিবার্য তা হলো সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনাগুলো ঘটে বিভিন্নভাবে যানবাহনগুলোর মুখোমুখি সংঘর্ষে। এছাড়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া, এমন কি পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময়ও দুর্ঘটনা ঘটে থাকে। এসব দুর্ঘটনা দেখে মনে হয় মৃত্যু যেন ওঁত পেতে বসে আছে রাস্তার অলিতে-গলিতে।
মাদের মতো ঝুঁকিপূর্ণ সড়ক বিশ্বের খুব কম দেশেই আছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে আমাদের এগিয়ে আসতে হবে। এ জন্য করণীয় মানে প্রতিকার নিচে উল্লেখ করা হলো-
#Android App: Jobs Exam Alert
– বেপরোয়া গতি ও ওভারটেকিং নিষিদ্ধকরণ। আর এ জন্য গাড়ির সর্বোচ্চ গতিসীমা বেঁধে দেয়া উচিত।
– ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ এবং আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।
– লাইসেন্স প্রদানে জালিয়াতি প্রতিরোধ করতে হবে।
– লাইসেন্স প্রদানের আগে চালকের দক্ষতা ও যোগ্যতা যাচাই-বাছাই করতে হবে।
– ফিটনেস, সার্টিফিকেটবিহীন গাড়ি রাস্তায় নামানো প্রতিরোধ করতে হবে।
– পথচারীকে সতর্কভাবে চলাফেরা করা।
– অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন বন্ধ করা।
– মহাসড়কের পাশে হাট-বাজার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা।
– সড়ক দুর্ঘটনার শাস্তি অর্থাৎ সিআরপিসির ৩০৪ বি ধারায় শাস্তির মেয়াদ ৫ বছর থেকে ১০ বছর করা।
– মোটরযান অধ্যাদেশের ১৪৩, ১৪৬ ও ১৪৯ ধারায় যে আর্থিক ক্ষতিপূরণ এবং শাস্তির বিধান উল্লেখ আছে তা বাড়ানো।
– সড়ক নিরাপত্তা সংশ্লিষ্ট আইনের ভূমিকা আরো বেশি সক্রিয় করা।
– প্রতিমাসে মহাসড়কে মোবাইল কোর্টের মাধ্যমে যানবাহনের ত্রুটি-বিচ্যুতি পরীক্ষা করা।
– প্রতিটি গাড়ির চালককে স্মরণ রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
সর্বোপরি সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবহন মালিক, পরিবহন শ্রমিক ইউনিয়ন, গাড়ি চালক সমিতি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।
২. ক) এক কথায় প্রকাশ করুনঃ
i) আকাশে উড়ে বেড়ায় যে- খেচর
ii) উপকারীর অপকার করে যে- কৃতঘ্ন
খ) নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুনঃ
i) অগাধ জলের মাছ- (অত্যন্ত চালাক)- সেলিম সাহেব যে এতটা অগাধ জলের মাছ তা আমি আগে টের পাইনি।
ii) ঝাঁকের কই- একই দলভুক্ত (মওলানা সাহেব বৃথাই হতভাগ্যদের জন্য অর্থ ব্যয় করেছেন, দু’দিন বাদইে দেখা যাবে যে,ঝাঁকের কই ঝাঁকেই ফিরছে )
iii) হাতের পাঁচ-শেষ সম্বল ( হাতের পাঁচ হারিয়ে লোকটি এখন অসহায় জীবন যাপন করছেন)
3. Write an application to the Manager of your company seeking earn leave to attend a family function to your village. (Try yourself)
4. Fill in the blank with article:
a) Honesty is —–great virtue. Ans: the
b) He plays —-Piano well. Ans: the
#Android App: Jobs Exam Alert
5. Translate the following sentences into English.
i) অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু- A friend in need is a friend indeed
ii) আয় বুঝে ব্যয় কর- Cut your coat according to your cloth
iii) কৃষি শস্য উৎপাদনে বাংলাদেশ একটি স্বয়ং সম্পুর্ণ দেশ- Bangladesh is a self dependent country for producing of Agricultural product.
৬. জনাব করিমের বেতন ১৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৫৭৫০ টাকা হলো। পুর্বে তার বেতন কত ছিল?
উত্তরঃ ৫০০০ টাকা
৭. একটি শার্ট ১৫% লাভে ১৩৮০ টাকায় বিক্রি করা হলো। ক্রয়মূল্য কত? উত্তরঃ ১২০০ টাকা
৮. শতকরা ১০ টাকা হারে সরল সুদে ১০ বছরে সুদেআসলে ৫০০০০ টাকা হলে মূলধন কত? উত্তরঃ ২৫০০০ টাকা
#Android App: Jobs Exam Alert
সংক্ষেপে উত্তর দিনঃ
৯. ব্রেক্সিট (BREXIT) চুক্তি কি?
ব্রেক্সিট (BREXIT) চুক্তি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ। যা সংক্ষেপে ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার সম্ভাবনা তথা এক্সিট বোঝাতে ব্রেক্সিট শব্দটি ব্যবহার করা হয়) নামে পরিচিত। ইউরোপিয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশ একে অন্যের সাথে ব্যবসা-বাণিজ্য করতে পারে, এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে এবং সেখানে বসবাস বা কাজ করতে পারে। ব্রিটেন ১৯৭৩ সালে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির সঙ্গে সংযুক্ত হয়। এর লক্ষ্য ছিল সুলভ মূল্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য ও অভিন্ন বাজারসুবিধা। ১৯৯৩ সালে ইইউ নিজস্ব মুদ্রা, নীতিমালা, নাগরিকদের জন্য সীমানামুক্ত বিচরণসহ যুক্ত করাসহ অনেকগুলো পরিবর্তন আনে। কিন্তু অনেক ব্রিটিশ নাগরিক ব্রিটেনের ইইউ’র বিধি-নিষেধ মেনে চলা নিয়ে বেশ নাখোশ।
তাই ৪০ বছরের বেশি সময় ইউনিয়নের সঙ্গে থাকার পর ২০১৬ সালের জুনে একটি গণভোট নিয়েছিল যুক্তরাজ্য, যেখানে ভোটাররা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দেন।
কিন্তু সেই ভোটের ফলাফলের সঙ্গে সঙ্গেই ব্রেক্সিট হয়ে যায়নি। এই বিচ্ছেদ ঘটবে ২০১৯ সালের ২৯ মার্চ তারিখে।
১০. আগরতলা ষড়যন্ত্র মামলা কি?
আগরতলা ষড়যন্ত্র মামলা পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা। তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা ও পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানসহ ৩৫জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল। ১৯৬৮ সালের প্রথম ভাগে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয় যে, শেখ মুজিব ও অন্যান্যরা ভারতের সাথে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই মামলাটির পূর্ণ নাম ছিল রাষ্ট্র বনাম শেখ মুজিবর রহমান গং মামলা।
এক কথায় উত্তর দিনঃ
১১. দেশের প্রথম টানেল নির্মাণে কোন নদীর নিচে খননের কাজ সম্প্রতি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? উত্তরঃ কর্ণফুলী নদী
১২. সদ্য প্রয়াত কোন সুরকার সুর দিয়েছেন মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা গান ‘ সব কটি জানালা খুলে দাও না, তে? উত্তরঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
১৩. বাংলাদেশের পর্যটন রাজধানী কোনটি? উত্তরঃ কক্সবাজার
১৪. সময়ের একক কি? উত্তরঃ সেকেন্ড
১৫. ষষ্ঠ বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর রানার আপ দল কোনটি? উত্তরঃ ঢাকা ডাইনামাইটস
#Android App: Jobs Exam Alert
প্রশ্নের সমাধান ফেসবুক গ্রুপে বা পেইজে পোস্ট করার সময় নিচের অংশে # ট্যাগ #Android App: Jobs Exam Alert দিলে খুশি হব।
যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ
ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com
imo- 01710286369
whatsapp-01710286369
যে কোন মাধ্যমে আপনি আমাদের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন।
প্রশ্ন সংগ্রহ করেছেনঃ MD. MAMUN HOSSAIN এবং Shorna
পরীক্ষার প্রশ্ন নিচেঃ