বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সমাধান
পদের নামঃ সহকারী পরিচালক (অর্থ)-
পরীক্ষার তারিখঃ ০৯-০৬-২০২৩ তারিখ
বাংলা অংশের সমাধান
১. রবীন্দ্রনাথের নাটক কোনটি?
ক. চোখের বালি
গ. ঘরে বাইরে
খ. বলাকা
ঘ. রক্তকরবী
উ. ঘ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ১২৬ পৃষ্ঠা
২. ‘ঢাকের কাঠি' বাগধারার অর্থ-
ক. সাহায্যকারী
গ. বাদক
খ. তোষামুদে
ঘ. আমুদে
উ. খ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ৯৪ পৃষ্ঠা
৩. নিচের কোনটি শুদ্ধ?
ক. ষ্টেশন
খ. ইস্টিশন
গ. স্টেশন
ঘ. ষ্টেশন
উ. গ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ১০৬ পৃষ্ঠা
৪. ‘বনফুল' কার ছদ্মনাম?
ক. প্রমথ চৌধুরী
খ. যতীন্দ্র মোহন বাগচী
গ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার
উ.গ
৫. 'স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে’ এখানে 'বিধু' কি?
ক. সমুদ্র
খ.চাঁদ
গ. আকাশ
ঘ. বায়ু
উ. গ
৬. ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এ কবিতাংশটি কোন
কবির?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. মধুসূদন দত্ত
গ. ভারতচন্দ্র রায়গুণাকর ঘ. কাজী নজরুল ইসলাম উ. গ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ১১৯ পৃষ্ঠা
৭. চর্যাপদ কী?
ক. উপন্যাসধর্মী
খ. কাব্যধর্মী
গ. আত্মজীবনী
ঘ. ভ্রমণকাহিনী
উ. খ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ১১৫ পৃষ্ঠা
৮. ভাষার ক্ষুদ্রতম একক কী?
ক. বর্ণ
গ. ধ্বনি
খ. শব্দ
ঘ. বাক্য
উ. গ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ০৬ পৃষ্ঠা
৯. নিচের কোনটি শুদ্ধ?
ক. সমিচীন
খ. সমীচীন
গ. সমীচিন
ঘ. সমিচিন
উ. খ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ১১০ পৃষ্ঠা
১০. ‘লুঙ্গি' কোন ভাষার শব্দ?
ক. বাংলা
খ. সংস্কৃত
গ. বর্মী
ঘ. ফারসি
উ. গ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ২৯ পৃষ্ঠা
১১. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রমথ চৌধুরী
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মাইকেল মধুসূদন দত্ত উ. ঘ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ১৪২ পৃষ্ঠা
১২.‘সিংহল সমুদ্র হতে নিশিথের অন্ধকারে মালয় সাগরে, সেখানেও ছিলাম আমি' এটি কোন কবিতার অংশবিশেষ?
ক. সোনার তরী
গ. বনলতা সেন
খ. বিদ্রোহী
ঘ. আমার স্বাধীনতা
উ. গ
১৩.‘চৈত্র দুপুরে একেলা পুকুরে গ্রামীণ মেয়ের অবাধ সাঁতার’
কবিতাংশটি কোন কবির?
ক. জীবনানন্দ দাশ
খ. সুকুমার রায়
গ. সৈয়দ আলী আহসান
ঘ. শামসুর রাহমান
উ. ঘ
১৪. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
ক. নদ
গ. কবিরাজ
খ. ননদ
ঘ. ব্রাহ্মণ
উ.গ
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ৩৩ পৃষ্ঠা
১৫.কোনটি শুদ্ধ বানান?
ক. ইতোমধ্যে
গ. ইতঃমধ্যে
খ. ইতিমধ্যে
ঘ. ইতোঃমধ্যে
উ. ক
সূত্রঃ জব’স পাসওয়ার্ড (All In One) বইয়ের ১০৭ পৃষ্ঠা
সম্পূর্ণ সমাধানের কাজ চলছে......