প্রথমেই আমরা আপনাদের কে বলতে চাই , এখানে ভুলেও ফ্লেক্সিলোড দিবেন না। আপনাকে এখানে পেমেন্ট করতে হবে ।  ফ্লেক্সিলোড দিলে তার দায়ভার আমরা নিবো না । ফ্লেক্সিলোড ছাড়া পেমেন্ট সংক্রান্ত সকল দায়ভার আমাদের।

VERIFY সংক্রান্ত সমস্যা বা টাকা পেইড করার পরেও পরীক্ষা দিতে পারছেন না এমন কোন মেম্বার থাকলে আমাদের হেল্পলাইনে কথা বলেনঃ 01710286369 

আপনারা শুধু এসএমএস দিলেই ,  আমাদের হেল্প লাইন থেকে আপনাকে ফোন দেওয়া হবে।  

কত টাকা পেমেন্ট করতে হবে?

 আপনি আমাদের যে কোন সার্ভিস ব্যবহার করতে চাইলে, আমাদের ওয়েবসাইটে যে টাকা দেখাবে ঐ টাকাই আপনাকে পেমেন্ট করতে হবে। ১টাকা কম হলেও VERIFY হবে না ।  বেশি হলে VERIFY হবে কিন্তু ১টাকাও বেশি দিবেন না দয়া করে।


পরীক্ষার চার্জঃ এক মাসের জন্য ৪০টাকা/ ৩মাসের জন্য ১০০টাকা

পেমেন্ট বিষয়ে জানতে ঃ Click Here

পেমেন্ট করবো কি ভাবে?

উত্তরঃ

বেশি ভাগ মেম্বার  বিকাশ থেকে পেমেন্ট করছেন , তাই  বিকাশের পেমেন্ট কি ভাবে করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলোঃ

প্রথমেই আমাদের ওয়েবসাইটে www.Studyonlinebd.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে । রেজিস্ট্রেশন করা থাকলে আপনি লগইন করুন আমাদের ওয়েবসাইটে।ওয়েবসাইটের নিচের অংশে আমাদের দুইটা প্যাকেজ দেখতে পাবেন। একটা ১মাসের জন্য ৪০টাকা আর একটা ৩মাসের জন্য ১০০টাকা । আপনি যে প্যাকেজ নিতে চান তার নিচের অংশে Upgrade Now লিখাতে ক্লিক করুন।

ছবি ঃ 

তার পরে আপনি দেখতে পাবেনঃ

Study Online Bd - PRO

Order Summary
  • PRO3 MONTH MEMBERSHIP
    100.00 Tk

এই লেখার নিচেই Pay Now 100.00 BDT এখানে ক্লিক করতে হবে। 

ছবিঃ 

তার পরে দেখতে পাবেন বিকাশ , রকেট অথবা কার্ড । আপনি যে মাধ্যমে পেমেন্ট করবেন সেইটা নির্বাচন করুনঃ  

বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করতে চাইলে   Pay With Bkash নির্বাচন করুন ।  

ছবিঃ 

তার পরে এখানে একটা নাম্বার দেখতে পাবেন । এই নাম্বারে আপনাকে পেমেন্ট করতে হবে । (ফ্লেক্সিলোড ভুলেও দিবেন না এবং সেন্ড ম্যানি হবে না। )

How to Make Payment with bKash / বিকাশ দিয়ে কিভাবে পেমেন্ট করবেন

  1. Go to your bKash Mobile Menu by dialing *247#
  2. Choose “Payment”
  3. Enter the Merchant bKash Account Number 019712........... 
  4. Enter the amount 100.00
  5. Enter a reference studyonlinebd ( reference আপনি পরিবর্তন করে দিতে পারেন 1 কিন্তু অন্য কোন কিছু পরিবর্তন করবেন না )
  6. Enter the Counter Number 1
  7. Now enter your bKash Mobile Menu PIN to confirm
  8. Done! You will receive a confirmation message from bKash
  9. Put the Transaction ID in the upper box and press "Verify"

ছবিঃ 

 

বিকাশ নাম্বারের  নিচেই একটা ঘর দেখতে পাবেন Enter bKash TrxID  এই ঘরে  বিকাশে  পেমেন্ট করার পরে  ,আপনি যে TrxID পেয়েছেন সেই কোডটা  দিয়ে পাশের VERIFY বাটনে ক্লিক করার সাথে সাথে অটো একটিভ হয়ে যাবে  । TrxID ভুল দিলে এড হবে না । তাই ভাল করে কোড টা এড করেন। তবে একাধিক বার সুযোগ পাবেন TrxID VERIFY করার জন্য ।


 

ছবিঃ 

Please input bKash Transaction ID in Capital Letters & Only Once,Also pay exact amount mentioned in your merchant store.


TrxID কি?

Payment Tk 40.00 to 019712......... successful. Ref studyonlinebd. Counter 1. Fee Tk 0.00. Balance Tk ...... TrxID 6BE2I5N52Y at 14/02/2019 18:50

পেমেন্ট করার পরে বিকাশ থেকে উপরের এসএমএস এর মত একটা এসএমএস পাবেন। শেষের দিকে TrxID এর পরে 6BE2I5N52Y এই রকম  একটা কোড আসলে  আপনাকে এই কোডটা দিয়ে VERIFY করতে হবে। TrxID  কোড প্রতিটা পেমেন্টের জন্য আলাদা হয়ে থাকে ।TrxID  কোড হচ্ছে প্রমাণ আপনার পেমেন্টের ।


VERIFY সংক্রান্ত সমস্যা বা টাকা পেইড করার পরেও পরীক্ষা দিতে পারছেন না এমন কোন মেম্বার থাকলে আমাদের হেল্পলাইনে কথা বলেনঃ 01710286369 

আপনারা শুধু এসএমএস দিলেই ,  আমাদের হেল্প লাইন থেকে আপনাকে ফোন দেওয়া হবে।