পরিবেশ অধিদপ্তরের সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

আজকের পরিবেশ অধিদপ্তরের চাকরির পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

পদের নামঃ সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পরীক্ষার তারিখঃ ০৭-০৪-২০২৩ তারিখ

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ

ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com

imo- 01710286369
whatsapp-01710286369

বিঃদ্রঃ পরীক্ষা শেষ হলেই, শুধু প্রশ্নের সমাধান দেওয়া হয়। এখানে কোন প্রকার বেআইনি কোন কাজ করা হয় না। দয়া করে অসৎ উদ্দেশ্যে কেউ আমাদের ফোন দিবেন না।


সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ

১। ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্থ একটি পথ আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? উ. ৪৪০ টাকা

২। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৪ বছর বেশি। ৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ১০৪ বছর হলে পিতার বর্তমান বয়স কত? উ. ৬৪ বছর

৩। a4+a2b2+b4 = 8এবং a2 +ab+b2 = 4 হলে a2+b2 এর মান কত? উ. ৩

৪। এক কথায় প্রকাশ করুন :

ক. যে অনবরত রোদন করেছে - রোরূদ্যমান

খ. উর্বর নয় যা - ঊষর

গ. যার উপস্থিত বুদ্ধি আছে - প্রত্যুৎপন্নমতি

ঘ. শোভন হৃদয় যার - সুহৃদ

ঙ. যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব

৫। সন্ধি বিচ্ছেদ করুন:

ক. ষড়যন্ত্র - ষট্ + যন্ত্র

খ. অন্বেষণ - অনু + এষণ

গ. তন্বী - তনু + ঈ

ঘ. সপ্তর্ষি - সপ্ত + ঋষি

ঙ. চলচ্চিত্র - চলৎ + চিত্র


৬। বানান শুদ্ধ করুন:

ক. শিরপীড়া - শিরঃপীড়া

খ. নিক্কন - নিক্বণ

গ. সমিচিন - সমীচীন

ঘ. অসদচারণ - অসদাচরণ

ঙ. বিদূষি - বিদুষী


৭। বিপরীত শব্দ লিখুন :

ক. উর্ধ্ব - অধঃ

খ. খাতক - মহাজন

গ. অগ্র - পশ্চাৎ

ঘ. ফাঁপা - নিরেট

ঙ. ঈষৎ - অধিক


৮। Translate the following sentences into English :

ক. আমাদের বৃথা সময় নষ্ট করা উচিৎ নয় - We should not waste our time in vain.

খ. দূর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্থ করে - Corruption hinders development

গ. গ্যাসের অপচয় রোধ করা উচিত- Wastage of gas should be prevented.

ঘ. তোমাকে বিকাল চারটার মধ্যে ফিরতে হবে - You must be back within 4 p.m

ঙ. অতি ভক্তি চোরের লক্ষণ - Too much courtesy, too much craft

৯। Write the meaning and make sentence with following Idiom and Phrase :

ক. A vicious circle - দুষ্টচক্র-Bangladesh is now within a vicious circle of poverty.

খ. Against the grain - প্রবৃত্তির বিরুদ্ধে/প্রকৃতির বিপরীতে- You need courage to go against the grain.

গ. Beyond measure - পরিমাপের বাইরে-Her attitude annoys me beyond measure.

ঘ. Cut a sorry figure - খারাপ ফলাফল করা- He cut a sorry figure for his negligence

ঙ. On the sly - গোপনে- The Russian soldier went there on the sly

১০। Transform the following sentence:

ক. Everyone hates war. (Interrogative)- Who doesn’t hate war?

খ. I know his Intention (Complex)- I know what his intention is.

গ. Change the form of voice (Passive)- Let the form of voice be changed.

ঘ. I am not as brave as he. (Comparative)- He is braver than I

ঙ. I know that he is honest (Simple)- I know his honesty.

১১। Write  the correct spelling:

ক. Questioneire -  Questionnaire

খ. Comemmoretae - Commemorate

গ. Hetteroginious - Heterogeneous

ঘ. Machenary - Machinery

ঙ. Entraprenuer - Entrepreneur

১২। পূর্ণরূপ লিখুন :

ক. ASCII - American Standard Code for Information Interchange

খ. UNHCR -  United Nations High Commissioner for Refugees

গ. WMF -  Windows Metafile

ঘ. VOIP - Voice over Internet Protocol

ঙ. JPEG - Joint Photographic Experts Group

১৩। বিশ্ব পরিবেশ দিবস কবে? উ. ৫ জুন

১৪। অপরাজেয় বাংলার ভাস্কর কে? উ. সৈয়দ আবদুল্লাহ খালেদ

১৫। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? উ. সিসমোগ্রাফ

১৬। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের ইমেজ ব্যবহৃত হয়? উ. ত্রি- মাত্রিক

১৭। পার্বত্য শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উ. ১৯৯৭ সালে

১৮। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? উ. বাঙালী জাতীয়তার ভিত্তিতে

১৯। মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? উ. ১০নং সেক্টর নিয়ে

২০। যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? উ. ম্যাডেলিন অলব্রাইট

২১। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামীর নাম কি? উ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

২২। দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি?  উ. ইস্তাম্বুল