সিনিয়র স্টাফ নার্স পদের পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
পরীক্ষার তারিখঃ ২৪-০২-২০২৩
সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
১। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরঃ পঞ্চম তফসিলে
২। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত? উত্তরঃ ৪টি
৩। বাংলাদেশের সংবিধান দিবস কবে? উত্তরঃ ৪ঠা নভেম্ভর
৪। বাংলাদেশে এ পর্যন্ত জনশুমারি হয়েছে- উত্তরঃ ৬ বার (সর্বশেষ ১৫–২১ জুন ২০২২ সালে]
৫। ঘাতক-দালাল নির্মূল কমিটি গঠিত হয়- উত্তরঃ ১৯৯২ সালে
৬। দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের- উত্তরঃ নিউইয়র্কে
৭। বাংলাদেশের একমাত্র দ্বি-বার্ষিক পরিকল্পনার মেয়াদ- উত্তরঃ ১৯৭৮-১৯৮০ সাল
৮। ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? উত্তরঃ ১৭৮৯ সালে
৯। টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরঃ মণিপুর
১০। শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? উত্তরঃ ইংল্যান্ডে
১১। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ প্যারিস
প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, মন্ত্রণালয় ও অধিদপ্তর সহ সকল সরকারি চাকরির প্রস্তুতি নিন একসাথে ।
জব'স পাসওয়ার্ড বইটির মূল্যঃ ৪৩০ টাকা। সেই সাথে প্রতিটা মেম্বারের জন্য আলাদা ১০০ দিনের পরীক্ষার রুটিন পরিকল্পনা করা হয়েছে । আপনি যে দিন বইটি ক্রয় করবেন এবং পরীক্ষার রুটিন ডাউনলোড দিবেন, সেই দিন থেকে আপনার জন্য ১০০ দিনের পরীক্ষার রুটিন তৈরি হবে এবং আপনি ১০০ দিনে বইটি শেষ করতে পারবেন।
জব’স পাসওয়ার্ড বইটি বিগত সকল বছরের প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, মন্ত্রণালয়, অধিদপ্তর সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ (Analysis) করে রচিত। সরকারি চাকরির পরীক্ষায় সর্বোচ্চ কমনের জন্য এবং প্রতিটা অধ্যায়ের কোন অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বইটিতে আলোচনা করা হয়েছে। বইটিকে পেজে বড় করার জন্য কোন আজেবাজে তথ্য যোগ করা থেকে বিরত থাকা হয়েছে। প্রতিটা চাকরির পরীক্ষার জন্য যা প্রয়োজন তা শুধু যোগ করা হয়েছে।
বাজারে প্রচলিত অনেক বই থেকে আমরা ব্যতিক্রম কেন?
প্রচলিত প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি বই ১২০০ পেজের + শিক্ষক নিবন্ধনের (স্কুল+কলেজ) = ১২০০+ ১২০০ পেজের, মন্ত্রণালয় অধিদপ্তরের প্রতিটি পদের জন্য আলাদা আলাদা প্রায় ১২০০ পেজের বই। দেখা যায় প্রায় ৩৬০০ থেকে ৪৮০০ পেজের বই পড়তে হচ্ছে ৩ ধরণের চাকরির পরীক্ষার জন্য যা কোন পরীক্ষার্থীর পক্ষে পড়া কি সম্ভব ?? একবার পড়ার পরে রিভিশন দিতে চাইলে চাকরির বয়স শেষ হয়ে যাবে প্রায়। অতিরিক্ত ও আজেবাজে তথ্য এবং বিশাল বিশাল বই চাকরির প্রার্থীদের ব্যর্থ হওয়ার প্রধান ও অন্যতম কারণ। প্রতিটি চাকরির পরীক্ষার জন্য বেসিক কিছু তথ্য প্রয়োজন যা থেকেই সর্বনিম্ন ৭০%-৮০% কমন আসে। আর সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই জব'স পাসওয়ার্ড বইটি রচনা করা হয়েছে।সাথেই আছে পড়ার জন্য কৌশল , শর্ট সাজেশন এবং কিভাবে সহজে ভাল ফলাফল করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা। কোন চাকরির প্রার্থী যদি জব'স পাসওয়ার্ড বইটি ভালভাবে পড়ে আমাদের দেয়া ১০০ দিনের রুটিন শেষ করতে পারে তাহলে বেশি ভাগ পরীক্ষায় ভাল করতে পারবে। তা ছাড়াও চাকরির পরীক্ষার জন্য যা কিছু প্রয়োজন সকল তথ্য আমরা আপডেট দিবো। সাথেই প্রতিবছর চাকরির পরীক্ষায় কিছু কমন প্রশ্ন হয়ে থাকে সেই বিষয়ে এবং প্রশ্ন প্যাটান বিষয়ে বিস্তারিত আমরা পোস্ট করে জানিয়ে দিবো।
এই বইটি শেষ করার জন্য বিসিএস ক্যাডারসহ অভিজ্ঞ শিক্ষকদের ভিডিও ক্লাস এবং পরীক্ষা শুরু হবে ১ মার্চ থেকে।
পরীক্ষার রুটিনঃ
https://drive.google.com/file/d/151RxaamUN6ngp1LW0hN1KKwvogToe-bt/view?usp=share_link
ভিডিওঃ https://youtu.be/ruuqzZSuWFc
আপনার জেলা শহরের সকল অভিজাত লাইব্রেরিতে “জব’স পাসওয়ার্ড (All In One)" বইটি পাবেন ।
১২। ‘সিন্দুরী’বাংলাদেশের কীসের নাম? উত্তরঃ আলু
১৩। সুন্দরবনের প্রধান বৃক্ষ কী কী? উত্তরঃ সুন্দরী ও গরান
১৪। ভিটামিন ‘বি’- এর অভাবে- উত্তরঃ বেরি বেরি রোগ হয়
১৫। রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাস (LPG) এর প্রধান উপাদান- উত্তরঃ বিউটেন
১৬। “বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন” একটি- উত্তরঃ সংবিধিবদ্ধ সংস্থা
১৭। সার্কের (SAARC) কোন সদস্য দেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তরঃ বাংলাদেশ
১৮। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ প্রদান করেন? উত্তরঃ রাষ্ট্রপতি
১৯। মাতৃতান্ত্রিক পরিবার- উত্তরঃ খাসিয়াদের
২০। বিশ্ব ব্যাংকের অঙ্গ সংগঠন নয় কোনটি? উত্তরঃ IFAD
ইংরেজি অংশ সমাধানঃ
২১। Identify the correct sentence: উত্তরঃ He came home yesterday.
২২। Do not laugh at the lame man. The passive form of this sentence is - উত্তরঃ Let not the lame man be laughed at.
২৩। The antonym of the word ‘transitory’ is - উত্তরঃ Permanent
২৪। A person who writes about his own life. Writes - উত্তরঃ an autobiography.
২৫। সে কি গতকাল বাড়ি এসেছে? The correct translation of this sentence is - উত্তরঃ Did he come home yesterday?
২৬। ‘At sixes and sevens’ means - উত্তরঃ in a confused state
২৭। The synonym for ‘patient’s is - উত্তরঃ Calm
২৮। ‘Do call a taxi’ what kind of sentence is this? উত্তরঃ Imperative
২৯। Choose the correctly spelt word: উত্তরঃ Gonorrhoea
৩০। Use the right form of verb: I wish I (be) a great businessman. উত্তরঃ were
৩১। Which one is an example of a positive degree? উত্তরঃ much
৩২। Nursing is a noble profession, In this sentence ‘nursing’ is used as a/an -উত্তরঃ Gerund
৩৩। Fill in the blanks with appropriate word/phrases (33-38):
He lives– honest means. উত্তরঃ by
৩৪। Dhaka is becoming one of the — cities in Asia.উত্তরঃ busiest
৩৫। He insisted — my going there. উত্তরঃ on
৩৬। You had better — home. উত্তরঃ go
৩৭। My daughter goes to ____ university everyday. উত্তরঃ No article
৩৮। One should take care of ____ health. উত্তরঃ one’s
৩৯। Pick the correctly written possessive case. উত্তরঃ Girls’ college
৪০। Which of the following is written by Shakespeare? উত্তরঃ The Tempest
বিজ্ঞান/বিষয়ভিত্তিক অংশ সমাধানঃ
৪১। বাংলাদেশে মাতৃমৃত্যুর প্রধান কারণ? উত্তরঃ প্রসবজনিত রক্তক্ষরণ [প্রায় ৩১%]
৪২। CHOLECYSTECTOMY অপারেশনে যে অঙ্গটি অপসারণ করা হয়? উত্তরঃ Gall Bladder
৪৩। Vital Statistics বলতে কোন পরিসংখ্যানকে বোঝায়? উত্তরঃ জনসংখ্যার জন্ম-মৃত্যু ইত্যাদি
৪৪। বৃক্কের একক হলো - উত্তরঃ নেফ্রন
৪৫। রক্তচাপ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয়? উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার
৪৬। মানবদেহে কয় জোড়া AUTOSOME আছে? উত্তরঃ ২২ জোড়া
৪৭। ডেঙ্গু রোগটি (DENGUE) কোন মশার মাধ্যমে ছড়ায়? উত্তরঃ Aedes Aegypti
৪৮। কোন ভিযটামিনের অভাবে Night blindness হয়? উত্তরঃ Vitamin A
৪৯। মানবদেহের রক্তে মূলত কয় ধরনের কোষ থাকে? উত্তরঃ ৩ ধরনের
৫০। নিচের কোনটি Reducing Sugar? উত্তরঃ গ্লুকোজ
৫১। নিচের কোন হরমোনের অভাবে Diabetes mellitus হয়? উত্তরঃ ইনসুলিন
৫২। সংক্রামক ব্যাধি কোনটি? উত্তরঃ এইডস
৫৩। আয়োডিনের অভাবে কোন রোগ হয়? উত্তরঃ গলগণ্ড
৫৪। ক্যামোথেরাপীতে নিচের কোন ঘটেনা? উত্তরঃ রক্তশূন্যতা দেখা দেয়
৫৫। সবচেয়ে Common type of annemia কোনটি? উত্তরঃ Iron Deficiency Anaemia
৫৬। Fetus এর Commonest presentation কোনটি? উত্তরঃ Cephalic
৫৭। রোগ নির্ণয়ে আলট্রাসনোগ্রাম থেকে এক্স রে কার্যকর কোনটিতে? উত্তরঃ Gall Bladder Stone [পিত্তথলির পাথর]
৫৮। নিম্নলিখিতদের মধ্যে সারা বিশ্বে মহিলাদের সর্বাধিক ক্যান্সার কোনটিতে? উত্তরঃ জরায়ু
৫৯। APGAR SCORE এটি কাদের জন্য scoring system? উত্তরঃ নবজাতক
৬০। ANALGESIC বলতে কোন ঔষধকে বোঝায়? উত্তরঃ যা ব্যথা সারায়
৬১। মানবদেহে সবচেয়ে লম্বা Bone কোনটি? উত্তরঃ FEMUR [ফিমার]
৬২। BELL’S PALSY কোন Nerve injury হলে হয়? উত্তরঃ FACIAL
৬৩। Normal PH of human blood is -উত্তরঃ 7.35 - 7.45
৬৪। COVID-19 রোগটি নিচের কোনটি? উত্তরঃ PANDEMIC
৬৫। CPR দেয়ার সময় Chest compression এর Effectiveness চেক করবার জন্য কোন Pulse feel করা হয়? উত্তরঃ Carotid Pluse
৬৬। কোন 1vSolution এ মানব শরীরের মত একই Osmolarity? উত্তরঃ Isotonic
৬৭। Eclampsia হলে Convulsion control করার জন্য সবচেয়ে ভালো Injection- উত্তরঃ MAGSULPH
৬৮। কোন ভিটামিনের অভাবে RICKET রোগ হয়? উত্তরঃ Vitamin D
৬৯। মানবদেহের Normal temperature কত? উত্তরঃ 98.4 °F (৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট)
৭০। মানবদেহের Largest Artery কোনটি? উত্তরঃ AORTA
৭১। Red blood cell এর Life span কত দিন? উত্তরঃ ১২০ দিন
৭২। স্বাভাবিক Pulse rate কোনটি? উত্তরঃ ৭২ মিনিট
৭৩। নিচের কোনটি Obstetric emergency? উত্তরঃ Post-partum Haemorrhage
৭৪। Ectopic pregnancy তে ভ্রুণের অবস্থান নিচের কোনটিতে হতে পারে? উত্তরঃ Fallopian tube
৭৫। নিচের কোনটি Fungal infection? উত্তরঃ Ring worm
৭৬। Exclusive breast feeding বলতে কয় মাসের জন্য বোঝায়? উত্তরঃ ৬ মাস
৭৭। জন্মনিয়ন্ত্রন পদ্ধতির মধ্যে কোনটি হরমোন হয়? উত্তরঃ COPPER-T
৭৮। Nosocomial infection এর উৎস কোনটি? উত্তরঃ হাসপাতাল
৭৯। ‘Plaster of peris’ কোথায় ব্যবহৃত হয়? উত্তরঃ হাড়ভাঙার চিকিৎসায়
৮০। নিচের কোন খাবার থেকে বেশি ক্যালরি পাওয়া যায়? উত্তরঃ স্নেহ জাতীয় পদার্থ
বাংলা অংশ সমাধানঃ
৮১। চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন- উত্তরঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৮২। কবি কঙ্কন কার উপাধি? উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী
৮৩। ‘কবর’ নাটকটির রচয়িতা- উত্তরঃ মুনীর চৌধুরী
৮৪। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? উত্তরঃ শেষ বিকেলের মেয়ে [জহির রায়হান]
৮৫। কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনা করার জন্য কারাবরণ করেন? উত্তরঃ আনন্দময়ীর আগমনে
৮৬। মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘মা’ রচনা করেন? উত্তরঃ আনিসুল হক
৮৭। ‘আমার দেখা নয়াচীন’ এর প্রকাশকাল- উত্তরঃ ২০২০, ফেব্রুয়ারি
৮৮। ‘হ্ণ’ যুক্ত ব্যঞ্জনের বিশ্লিষ্ট রূপ হলো? উত্তরঃ হ্+ ণ
৮৯। ‘জিহ্বা’ শব্দের উচ্চারণ? উত্তরঃ জিউভা
৯০। ‘একাত্তরের দিনগুলি’ রচনা করেন? উত্তরঃ জাহানারা ইমাম
৯১। ‘নয়নতারা’ গল্পের রচয়িতা? উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
৯২। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি/সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চরণদ্বয়ের লেখক কে?
উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার
৯৩। ‘কাজ শব্দের তৎসম রূপ? উত্তরঃ সঠিক উত্তর নাই [সঠিক কার্য]
৯৪। কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ শ্বশুর
৯৫। ‘যদ্যপি আমার গুরু’ প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা? উত্তরঃ আহমদ ছফা
৯৬। নিচের যে শব্দটিতে স্বভাবতই ‘ণ’ হয়েছে? উত্তরঃ সঠিক উত্তর নাই। অপশনের কোনটিতেই স্বভাবতই ‘ণ' হয়নি।
৯৭। ‘লুঙ্গি’ শব্দটি এসেছে যে ভাষা থেকে- উত্তরঃ বর্মি
৯৮। আকাশ শব্দের সমার্থক শব্দ? উত্তরঃ অন্তরীক্ষ
৯৯। ‘Surgeon’ এর পরিভাষা? উত্তরঃ শল্য চিকিৎসক
১০০। ‘গৌরচন্দ্রিকা’ বাগধারটির অর্থ- উত্তরঃ ভূমিকা